করোনাভাইরাস : বলিউডে ক্ষতি ৮০০ কোটি রুপি

করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে বিশ্বজুড়ে। দিন যত যাচ্ছে, পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। কেবল প্রাণহানি নয়, এরই মধ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে অর্থনীতি। ক্ষতির হাত থেকে রেহাই পায়নি বলিউডও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতের অনেক রাজ্যেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এই দুঃসময়ে এখন পর্যন্ত বলিউডের ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, দেশটির অর্ধেকেরও বেশি সিনেমা হল, অর্থাৎ প্রায় সাড়ে তিন হাজার হল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।
বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি থ্রি’ ছবিটি গত ৬ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ৯০ কোটি ৬৭ লাখ রুপি আয় করেছে ছবিটি। অন্যদিকে ইরফান খান অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি মুক্তির তিন দিনে ৯ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
ক্ষতির হিসাব সামনে এনে বাণিজ্য বিশ্লেষক কমল নেহতা বলেন, “‘বাঘি থ্রি’র নির্মাতাদের ২৫ থেকে ৩০ কোটি রুপি ক্ষতি হয়েছে। সিনেমা হলগুলো বন্ধ হওয়ায় তা ‘আংরেজি মিডিয়াম’-এর আয়েও প্রভাব ফেলেছে। মুক্তিতে বিলম্ব ও শুটিং পিছিয়ে যাওয়ায় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ৮০০ কোটি রুপি ক্ষতি হয়েছে।”
এরই মধ্যে বেশ কয়েকটি ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে করোনাভাইরাস পরিস্থিতিতে। অন্যদিকে ‘জার্সি’, ‘ভুল ভুলাইয়া টু’র মতো ছবিগুলোর শুটিং বন্ধ রয়েছে। তবে সালমান খান অভিনীত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’র শুটিং চলছে যথারীতি। তবে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স (আইএমপিএ) এরই মধ্যে ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রোডাকশনের কাজ স্থগিত করার ঘোষণা দিয়েছে।