করোনাযুদ্ধে ৬ মিলিয়ন মার্কিন ডলার দিল ফিল্ম একাডেমি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে একে একে এগিয়ে আসছেন বিভিন্ন ব্যক্তি। এর পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধে শামিল হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় এবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) ছয় মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানা যায়, নিজেদের সংগঠনের যেসব সদস্য ও কর্মচারী করোনাভাইরাসের কারণে আর্থিক সমস্যায় পড়েছেন, তাঁদের পাশে থাকতেই এই অর্থ দান করেছে সংগঠনটি। গত শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় সংগঠনটি। এ ছাড়া জানানো হয়, চলচ্চিত্র নির্মাতাদের সাহায্যার্থেও এই অর্থ ব্যয় হবে।
এক বিবৃতিতে একাডেমি জানায়, অভিনেতাদের তহবিলে সমানভাবে চার মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে। পর্দার সামনে কাজ করা কলাকুশলী ছাড়াও পর্দার পেছনে কাজ করা শিল্পীরাও এর ভাগীদার হবেন। দুই মিলিয়ন ডলার দেওয়া হবে এরই মধ্যে প্রতিষ্ঠিত একাডেমি ফাউন্ডেশনকে।
‘যেহেতু আমরা মহামারির মুখোমুখি, মোশন পিকচারের যাঁরা কষ্ট করছেন, তাঁদের সাহায্য করা আমাদের দায়িত্ব,’ ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন একাডেমি সভাপতি ডেভিভ রুবিন।
নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ এক হাজার ২৫৩ জন। তাঁদের মধ্যে বর্তমানে আট লাখ ৮৮ হাজার ৬১৯ জন চিকিৎসাধীন এবং ৩৬ হাজার ৭৮২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৯০ জনে।