করোনার প্রভাব নেই, শুটিং চালিয়ে যাচ্ছেন সালমান খান

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন শুটিং শিডিউল, ছবি মুক্তির তারিখসহ অন্য অনুষ্ঠান বাতিল করছে, সে সময় বলিউড সুপারস্টার সালমান খানের শুটিং সেটে চলছে টেক-অ্যাকশন। ভাইজানের শুটিংয়ে যেন করোনার প্রভাবই পড়ছে না!
ফিল্মিবিট ডটকমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল প্রতিবেদনে জানিয়েছে, বলিউড ভাইজান এখন তাঁর আগামী ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুটিং নিয়ে ব্যস্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তানীতি মেনেই শুটিং করছেন। এ মাসের মধ্যেই ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুট শেষ করতে চাইছেন নির্মাতারা।
একটি সূত্র মুম্বাই মিররকে জানিয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা-নির্দেশনা অনুসরণ করা হচ্ছে শুটিং সেটে।’
এ ছবিতে সালমান খানের নায়িকা দিশা পাটানি। মুম্বাই ও গোয়াতে বেশ কয়েক লটের শুট শেষ করা হয়েছে। সম্প্রতি সালমান ও দিশা একটি গানের শুটও করেছেন।
‘রাধে’ পরিচালনা করছেন প্রভুদেবা। এর আগে সালমান খান ফিল্মসের ‘ওয়ান্টেড’ (২০০৯) ও ‘দাবাং থ্রি’ (২০১৯) পরিচালনা করেছেন প্রভুদেবা। সালমান ও দিশাকে গেল বছর ‘ভারত’ ছবিতে একসঙ্গে দেখা গেছে। তবে এবারই প্রথম তাঁরা কেন্দ্রীয় চরিত্রে জুটি বাঁধছেন।