করোনায় কুপোকাত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’

বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক। বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। প্রভাব পড়েছে সিনেমা হলেও। মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াচ্ছে চলচ্চিত্র।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাটি আগামী ২০ মার্চ মুক্তি পাচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে। এমনটি জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। আর এই ছবিতে প্রথমবার কাজ করেছেন বাপ্পী-অপু।
আজ সোমবার (১৬ মার্চ) এনটিভি অনলাইনকে দেবাশীষ বিশ্বাস বলেন, “করোনাভাইরাস এখন অনেকটাই শক্তিশালী। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন অবস্থায় আমরা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি দিতে পারছি না। কবে ছবিটি মুক্তি পাবে, তা-ও বলতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি দেওয়া হবে। মুক্তির আগে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।”
বিষয়টি নিয়ে নায়ক বাপ্পী বলেন, ‘সবাই যেন সুস্থ থাকেন, এটাই সব সময় প্রত্যাশা করি। এর আগে কোনো ছবি ঘোষণা দিয়ে মুক্তি না পেলে মন খারাপ হতো। এবার তা হচ্ছে না। কারণ, এই সিনেমা দেখতে আসা একজন মানুষও যদি করোনায় আক্রান্ত হতো, তবে নিজেকে ক্ষমা করতে পারতাম না। সবাই সচেতন থাকবেন।’
দীর্ঘ ১৯ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস। অপু-বাপ্পী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বড়দা মিঠু প্রমুখ।
২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়। পরের বছরই কলকাতায় সিনেমাটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত সিনেমাটি কলকাতায়ও ব্যবসাসফল হয়।
এর আগে ‘যদি...কিন্তু...তবুও...’ চলচ্চিত্রের শুট বন্ধ করেছেন পরিচালক শিহাব শাহীন। ছবিতে প্রথমবারের মতো অভিনয় করছেন ছোটপর্দার অপূর্ব ও আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। এ ছাড়া মুক্তি পিছিয়ে গেছে ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর। ‘নীল মুকুট’ ছবিও মুক্তির তারিখ পিছিয়েছে।