করোনা আতঙ্কে বাড়ির ছাদে জিম করলেন ক্যাটরিনা (ভিডিও)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্কে তটস্থ সবাই। ভারতেও এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মহামারি করোনাভাইরাসের কারণে দেশটির স্কুল, কলেজ, সিনেমা হলের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সিনেমা হলও। এমন সংকটময় পরিস্থিতিতে জনসাধারণের পাশাপাশি বলিউড তারকারাও বেশ চিন্তিত। অনেকেই নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দি রেখেছেন। কিন্তু তাই বলে তো শরীরচর্চা বন্ধ রাখা সম্ভব নয়।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, নিয়মিত শরীরচর্চা করে থাকেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। করোনাভাইরাস তাঁর শরীরচর্চায় বাধা হতে পারেনি। নিজের অ্যাপার্টমেন্টের ছাদে ফিটনেস প্রশিক্ষককে সঙ্গে নিয়ে অনুশীলন করলেন তিনি। শুধু তা-ই নয়, বাড়িতে শরীরচর্চা করে সহজেই কীভবে ফিট থাকা যায়, সেটাও শেখালেন সবাইকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওটি এরই মধ্যে ১৫ লাখ ২১ হাজার বারের বেশি দেখা হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়াও ভিডিওটিতে লাইক দিয়েছেন।
আগামীতে অক্ষয় কুমারের বিপরীতে ‘সূর্যবংশী’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে। এরই মধ্যে ছবির শুটিংও শেষ হয়েছে। রোহিত শেঠির পরিচালনায় ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন করণ জোহর ও রোহিত শেঠি।