করোনা কেড়েছে রিজ আহমেদের পরিবারের দুই সদস্যের প্রাণ

অ্যামি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্রিটিশ অভিনেতা, সংগীতশিল্পী ও অ্যাকটিভিস্ট রিজ আহমেদ জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর পরিবারের দুই সদস্য প্রাণ হারিয়েছেন। গোল্ডেন গ্লোবে একবার মনোনয়ন পেয়েছিলেন রিজ এবং তিনবার পেয়েছেন ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড।
জিকিউ হাইপকে ‘ভেনম’ তারকা রিজ আহমেদ বলেন, ‘কোভিডে আমি আমার পরিবারের দুই সদস্য হারিয়েছি।’ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ।
ব্রিটিশ-পাকিস্তানি পরিবারে জন্ম নেওয়া রিজ আহমেদ অভিযোগ করেন, ‘ভারতের খবরগুলো আমি পড়ছি, যেখানে সেখানকার সরকার একে করোনা-জিহাদ বলে আখ্যা দিচ্ছে এবং তারা মুসলিমদের দোষারোপ করছে। হাসপাতালগুলোতে তারা মুসলিম ও অমুসলিমের মধ্যে পৃথকীকরণ করছে।’
করোনার অজুহাত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিষিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন রিজ আহমেদ।
৩৭ বছর বয়সী রিজ আহমেদ স্বাধীন চলচ্চিত্র ‘দ্য রোড টু গুয়ান্তানামো’ (২০০৬), ‘শিফটি’ (২০০৮), ‘ফোর লায়নস’ (২০১০), ‘তৃষ্ণা’ (২০১১), ‘ইল ম্যানোরস’ (২০১২) ও ‘দ্য রেলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’-এর জন্য বিখ্যাত। এ ছাড়া টিভি সিরিজ ‘ব্রিটজ’ (২০০৭) ও ‘ডেড সেট’ (২০০৮) এবং ‘নাইটক্রলার’ (২০১৪) চলচ্চিত্র তাঁকে খ্যাতি এনে দেয়।