করোনা : সপ্তাহে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি ৯০ কোটি রুপি

বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় ব্যায়ামাগার, সিনেমা হল, স্কুল-কলেজ, সুইমিং পুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ভারত সরকার। বিনোদন অঙ্গনও নিয়েছে যথাযথ পদক্ষেপ।
হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইএফপিএ), ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ) ও ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের (এফডব্লিউআইসিই) কর্তাব্যক্তিরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের সিনেমা ও টিভি শোর শুট বন্ধ থাকবে।
আইএফটিডিএর প্রেসিডেন্ট অশোক পণ্ডিত বলেছেন, গত রোববার আইএমপিপিএর কার্যালয়ে তাঁরা বৈঠকে বসেন এবং সব ধরনের শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘ক্ষতি হলেও আমরা মনে করি, জীবন বাঁচলে পৃথিবী বাঁচবে। ৩১ মার্চ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’
এদিকে, বাণিজ্য বিশ্লেষক অতুল মোহন জানিয়েছেন, ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতি সপ্তাহে ৮০ থেকে ৯০ কোটি রুপি আর্থিক ক্ষতি হবে। আর টিভি শোগুলোও হিট করবে না।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিচালক অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ ও সুধীর মিশ্র। তাঁরা বলেছেন, লাইট বয়, সেটের কর্মী, শব্দ সহকারীসহ তাঁদের কর্মীদের পারিশ্রমিকের দিকটা দেখভাল করবেন।
করোনা পরিস্থিতির কারণে ‘নিকাম্মা’, ‘সড়ক টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘ভুলভুলাইয়া টু’র মতো ছবির শুটিং বাতিল করা হয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শেষ লটের শুটিং পিছিয়ে এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে।