ফিরে দেখা ২০২১
কানে যাওয়ার বছরে দর্শক টেনেছে শুভর ‘মিশন এক্সটিম’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/28/movie_2021.jpg)
মোট মুক্তিপ্রাপ্ত সিনেমা : ৩২
বাংলাদেশি সিনেমা : ৩০
আমদানি : ২
আলোচিত : ‘মিশন এক্সটিম’, ‘নবাব এলএলবি’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘পদ্মাপুরাণ’, ‘মৃধা বনাম মৃধা’
‘কেন সন্ত্রাসী’, ‘রংবাজি দ্য লাফাঙ্গা’, ‘পাগলের মতো ভালোবাসি’ ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত প্রথম দুই মাসের সিনেমা। ‘মানহীন’ সিনেমা নিয়ে বছর শুরু করে ১২ মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যাটা মাত্র ৩২টি।
পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও চিত্রনায়িকা তকমা গায়ে লাগা প্রার্থনা ফারদিন দীঘির কথার যুদ্ধে সিনেমা নিয়ে বছরের প্রথম আলোচনা। সিনেমার নাম ‘তুমি আছো তুমি নেই’। ফেসবুক আর ইউটিউবে আলোচনা হলেও সিনেমার নামের মতো দর্শক নেই সিনেমাটির।
বছরজুড়ে সিনেমার বাইরে আলোচনায় থাকা পরী মণি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক তৌকির আহমেদের ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করার খবরে উচ্ছ্বসিত হলেও মুক্তির পর তৌকির আহমেদ তাঁর নামের সুবিচার করতে পারেননি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/12/28/148214110_114607567269535_7897343268472422614_n.jpg 687w)
দেশের শীর্ষ নায়ক শাকিব খানের এ বছরের একমাত্র সিনেমা ‘নবাব এলএলবি’। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে শাকিব খানের অভিনয় বরাবরের মতো প্রশংসিত হয়েছে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে দুই ধাপে মুক্তির পর প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েও দর্শক টানতে ব্যর্থ হয়েছে সিনেমাটি।
সিনেমাটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন গেল মার্চে এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, আই থিয়েটারে ‘নবাব এলএলবি’ দেখেছেন মাত্র ১৫ থেকে ১৬ হাজার দর্শক, যা দেশের শীর্ষ নায়কের নামের সঙ্গে মোটেও সুবিচার নয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/28/siam_nova.jpg)
এর মাঝে ‘গন্তব্য’, ‘অলাতচক্র’, ‘প্রিয় কমলা’, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘যৈবতী কন্যার মন’, ‘সৌভাগ্য’, ‘কসাই’, ‘আগস্ট ১৯৭৫’, ‘নারীর শক্তি’, ‘চোখ’ ও ‘মুজিব আমার পিতা’ সিনেমা শুধুই মুক্তিই পেয়েছে।
৮ অক্টোবর মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ ঢাকায় আলোচনায় আসলেও ঢাকাই বাইরে সেভাবে মুক্তিই পাইনি। তবে চলতি বছর মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন উৎসব ঘুরে বাংলা সিনেমার নাম উজ্জ্বল করেছে ‘রেহানা মরিয়ম নূর’। সেই সঙ্গে আলোচনায় ছিলেন সিনেমাটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশে মুক্তির আগেই সিনেমাটি পাইরেসি হয়ে যাওয়ায় দেশের সিনেমা হলে সেভাবে দর্শক টানতে পারেনি বিশ্বজুড়ে আলোচিত সিনেমাটি।
ডিসেম্বরের আগে ‘চন্দ্রাবতী কথা’, ‘ঢাকা ড্রিম’, ‘এ দেশ তোমার আমার’, ‘হৃদয়ের আঙ্গিনায়’ ও ‘নোনা জলের কাব্য’ সিনেমা মুক্তি পায়। যার মধ্যে প্রশংসিত সিনেমা ছিল ‘নোনা জলের কাব্য’। বাকি সিনেমাগুলো নামমাত্র মুক্তি পেয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/28/arifin_su.jpg)
ডিসেম্বরে প্রথম মুক্তি পায় বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বাণিজ্যিকভাবে এগিয়ে আছে ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সিনেমাটি। ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে প্রথম বার একযোগে একই দিনে মুক্তি পায় সিনেমাটি। বলা যায়, করোনাকালীন প্রতিকূল পরিবেশেও চলতি বছর প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়েছে সিনেমাটি।
এর পর সিয়াম আহমদে অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ অন্তর্জালে প্রশংসায় ভাসলেও সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ। এর মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’ মুক্তি পায় নামমাত্র।
সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত কলকাতার ‘বাজী’ ও ‘গোলন্দাজ’ বরাবরের মতোই ব্যর্থ। বছরের শেষ দিন ‘চিরঞ্জীব মুজিব’ ও ‘রাত জাগা ফুল’ মুক্তি পাচ্ছে।
সিনেমার বাইরের আলোচনা
দীর্ঘদিন ‘উধাও’ ও গুঞ্জনের মধ্যে থাকার পর বছরের শুরুতে গণমাধ্যমে কথা বলে আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলি। হত্যাচেষ্টা ও মাদক মামলায় বছরজুড়ে আলোচনায় পরী মণি। ফোনালাপ ফাঁসে আলোচনায় ছিলেন মাহিয়া মাহি ও ইমন। আর ১০০ সিনেমার ঘোষণা দিয়ে আলোচনায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তবে সেই সিনেমার সংখ্যা এখনও ঘোষণাতেই সীমাবদ্ধ। সবশেষ শাকিব খানের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন ছিল আলোচনায়।