গাড়ি নদীতে পড়েনি, হায়দরাবাদে বিজয়-সামান্থা
দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু কাশ্মীরে শুটিং করার সময় তাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে—এমন খবর ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে হিন্দুস্তান টাইমস বলছে, এই খবরকে ভুয়া বলে দাবি করেছে ‘কুশি’ সিনেমার টিম।
প্রকাশিত খবরে বলা হচ্ছিল, ‘কুশি’ সিনেমার সেটে কাশ্মীরের পেহেলগাম এলাকায় স্টান্ট করতে গিয়েই ঘটে গাড়ি দুর্ঘটনা। গাড়ির ভেতরে থাকা দুই তারকাই আহত হন। পরে ফিজিওথেরাপি নিয়ে তাঁরা শুটে ফেরেন।
তবে এই খবরের কোনও সত্যতা নেই দাবি করে সিনেমাটির টিমের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরে ৩০ দিনের শুটিং সফলভাবে শেষ করে পুরো দল গতকাল হায়দরাবাদে ফিরেছে। এই ধরনের খবর যেন কেউ বিশ্বাস না করে।
রোমান্টিক সিনেমা ‘কুশি’ তেলেগু, তামিল, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সিনেমার গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন শিব নির্বাণ।