জন্মদিনে ৪ ব্যান্ড তারকার চোখে জেমস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/02/jems-thumb.jpg)
গান শেষ করে মঞ্চ থেকে নামার আগে জেমস প্রায়ই বলেন ‘দেখা হবে’। সবশেষ কনসার্টেও হয়তো তাঁর ‘দুষ্টু ছেলের দল’কে বলেছিলেন সে কথা। কিন্তু করোনার কারণে অনেকদিন দেখা নেই ‘গুরু’ আর ভক্তদের। অনেকদিন হলো বাঁধভাঙা উচ্ছ্বাসে জেমসের সঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠা হয়নি ‘পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে...।’ তাই বলে জেমসকে ঘিরে উন্মাদনা কমেনি মোটেও।
জেমসের ৫৬তম জন্মদিনে আজ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তার প্রমাণ। শুধু ভক্তেরা নয়, জেমসকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন দেশের ব্যান্ড তারকারাও। জন্মদিনে এনটিভি অনলাইন দেশের জনপ্রিয় চার ব্যান্ডদলের প্রধান ভোকালের কাছে শুনেছে জেমসকে ঘিরে তাঁদের উন্মাদনা আর উচ্ছ্বাসের কথা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/02/j4.jpg)
তানজির তুহিন, ‘আভাস’
জেমস ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনে চাই তিনি অনেকদিন মাঝে থাকুন। জেমস ভাই থাকা মানে মাথার ওপর একটা ছায়া থাকা, যা দেশের ব্যান্ড মিউজিকের জন্য খুবই প্রয়োজন। ভাইয়ের সুস্থতা কামনা করি, নতুন নতুন গানে আমাদের আরো মুগ্ধ করুন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2020/10/02/j5.jpg 687w)
শারমিন সুলতানা সুমি, ‘চিরকুট’
আমরা বিশ্বাস করি বর্তমান সময়ে জেমস ভাইয়ের মতো রকস্টার পৃথিবীতে আর নেই। তিনি বাংলাদেশে জন্মেছেন এটা আমাদের পরম সৌভাগ্য। তিনি আমাদের আইডল, তাঁর কাছ থেকে সব সময় শিখতে চাই। উনার সুস্থতা কামনা করি। জেমস ভাইয়ের কাছ থেকে নতুন নতুন গান শুনতে চাই।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/02/j-3.jpg)
সাইদ হাসান টিপু, ‘অবসকিওর’
জেমসকে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনে জেমসকে নিয়ে আলাদা কিছু বলার নেই। জেমস সুস্থ থাকুন, ভালো থাকুন, এ কামনাই করি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/02/j-2.jpg)
জুনায়েদ ইভান, ‘অ্যাশেজ’
জেমস ভাইয়ের জন্মদিনে নতুন করে বলার কিছু নেই। আমাদের দেশের ব্যান্ড মিউজিকে কিংবদন্তি ছিলেন আজম ভাই, বাচ্চু ভাই। উনারা এখন নেই, আছেন শুধু জেমস ভাই। বাংলাদেশের যদি একজন ট্রু রকস্টার থাকেন, তিনি জেমস ভাই। তাঁকে দেখে আমাদের মতো দেশে বহু ব্যান্ড গড়ে উঠছে, কাজ করার সাহস পাচ্ছে। জন্মদিনে চাই জেমস ভাই সুস্থ থাকুন আর ভালো গান উপহার দিন।