তলানিতে পঞ্চম দিন, সংগ্রহ প্রায় ১৪ কোটি
বলিউডে করোনা-পরবর্তীকালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম মূলধারার সিনেমা ‘রুহি’। প্রথম দিন বক্স অফিসে আশাপ্রদ সংগ্রহ করলেও দ্বিতীয় দিন খুব একটা সংগ্রহ করতে পারেনি শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর, রাজকুমার রাও ও বরুণ শর্মা অভিনীত এ সিনেমা। আশা জাগায় তৃতীয় ও চতুর্থ দিনে। তবে পঞ্চম দিনে সংগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছে।
গত ১১ মার্চ মুক্তি পায় হরর-কমেডি ‘রুহি’। প্রথম দিন সংগ্রহ করে ৩.০৬ কোটি রুপি। আজ মঙ্গলবার ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে জানিয়েছেন, পাঁচ দিনে ভারতের বক্স অফিসে এ সিনেমার সংগ্রহ ১৩ কোটি ৯৩ লাখ রুপি। তাঁর হিসাবে— বৃহস্পতিবার ৩.০৬ কোটি, শুক্রবার ২.২৫ কোটি, শনিবার ৩.৪২ কোটি, রোববার ৩.৮৫ কোটি, সোমবার ১.৩৫ কোটি। মোট সংগ্রহ : ১৩.৯৩ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।
দীনেশ বিজন ও মৃগদীপ সিং লাম্বা প্রযোজিত হরর-কমেডি ‘রুহি’ পরিচালনা করেছেন হার্দিক মেহতা। সিনেমায় জাহ্নবী কাপুর এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যার ওপর ভূতের প্রভাব রয়েছে। এ সিনেমায় জাহ্নবীর বিভিন্ন লুকে নিরীক্ষা করা হয়। প্রসথেটিকস ও ভিএফএক্সের সাহায্যও নেওয়া হয়।