প্রস্তাব দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, আসছে সাকিব আল হাসানের বায়োপিক?

স্ত্রীর সঙ্গে সাকিব আল হাসান। ছবি : টুইটার থেকে নেওয়া
ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এরই মধ্যে সেই তালিকায় যোগ হয়েছে কপিল দেব, শচীন টেন্ডুলকার, এম এস ধোনির নাম। আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলি বায়োপিক নির্মাণ নিয়েও।
বাংলাদেশে ক্রিকেটাদের জীবনী নিয়ে এখনো নির্মাণ হয়নি কোন সিনেমা। শোনা যাচ্ছে, দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে বায়োপিক নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম; সাকিবের ঘনিষ্ঠজনরা এই তথ্য জানিয়েছে গণমাধ্যমকে।
এনটিভি অনলাইন জেনেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে এমন প্রস্তাব পেয়েছেন সাকিব। তবে সেটি বায়োপিক নাকি ডকুমেন্টারি সেটা নিশ্চিত হওয়া যায়নি।
যদিও এই প্রসঙ্গে চরকি আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি।