বাবার মৃত্যুর দিনে মা হারালেন আফজাল হোসেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/18/294103194_5288068827954213_6157225698448372476_n.jpg)
সপরিবারে আফজাল হোসেন। ছবি : সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ৮টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, মনুয়ারা খানম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিডনি জটিলতায়ও ভুগছিলেন। ১৭ জুলাই আফজাল হোসেনের বাবারও মৃত্যুবার্ষিকী। আর এই দিনে মাকেও হারালেন তিনি।
আজ সোমবার সাতক্ষীরা জেলার পারুলিয়া গ্রামে জানাজা শেষে মরহুমার দাফন হবে।