বিয়ের পর রাজমহলে থাকবেন ক্যাট, ভিকির মাসে খরচ ৯ লাখ টাকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/09/kat_viki_1.jpg)
বিয়েতে যত আয়োজন তত খরচ। তাই বলে আয়োজনে কমতি রাখছেন না বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল।
এই যেমন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের জন্য রাজস্থানের চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় ঠিক করে ফেলেছেন তাঁরা। সেটায় কত খরচ পড়ছে, কে জানে!
তবে যেটা জানা গেছে, বিয়ের আগের নতুন বাসা ভাড়া করে ফেলেছেন ভিকি কুশল। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মুম্বাইয়ের জুহুতে পাঁচ বছরের (৬০ মাস) জন্য একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি কুশল। বিলাসবহুল সেই ভবনের নাম রাজমহল। এ বছরের জুলাইয়ে রাজমহলের নবম তলা ভাড়া নিয়েছেন তিনি। আর এর জন্য তাঁকে জামানত দিতে হয়েছে এক কোটি ৭৫ লাখ রুপি।
মাসে ভাড়া কত, জানতে হচ্ছে করছে? তাহলে শুনুন। প্রথম তিন বছর ভিকিকে মাসে ৮ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় ৯ লাখ টাকার বেশি) ভাড়া দিতে হচ্ছে। পরের এক বছর তাঁকে মাসিক ভাড়া দিতে হবে ৮.৪০ লাখ রুপি। আর তার পরের বছর তাঁকে মাসে দিতে হবে ৮.৮২ লাখ রুপি।
এর বাইরেও খবরে প্রকাশ, ভিকি নাকি আগামী বছরের মে মাসে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তখন বেশ গরম থাকবে, তাই সেটা এগিয়ে ডিসেম্বরে নিয়ে এসেছেন ক্যাট।
এখন দেখা যাক, বলিউডের এই জুটি বিয়েতে আর কী কী আয়োজনের চমক রেখেছেন।