ভারতে সব ধরনের শুটিং বন্ধ ঘোষণা

বিশ্বজুড়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এর বিস্তৃতি ঠেকাতে প্রাণান্ত চেষ্টা চলছে সর্বত্র। নড়েচড়ে বসেছেন চলচ্চিত্র অঙ্গনের মানুষও। ভারতে এবার ১৯ মার্চ থেকে সিনেমা, টিভি শো, ওয়েব সিরিজের শুটিং সাময়িক স্থগিত করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতের প্রযোজকদের নিয়ে গড়ে ওঠা কয়েকটি প্রযোজক সংস্থার সংগঠনকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনেমা এমপ্লয়ারস (এফডব্লিউআইসিই) ও টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের (আইএফটিডিএ) পক্ষ থেকেও প্রতিনিধিরা অংশ নেন। গতকাল ১৫ মার্চ (রোববার) অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত ছবি, টিভি শো ও ওয়েব সিরিজসহ সব ধরনের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিআরএ), ওয়েস্টার্ন ফিল্ম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (ওয়াইএফপিএ) ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রোডিউসারস (আইএফটিপিসি)-এর প্রতিনিধিরাও অংশ নেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৭৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৯৫৮ জন বলে জানা গেছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ৯১০ জন। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।