ভালোবাসার গান ‘বাবু খাইছো’ : মীর মারুফ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকজুড়ে গেল কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে দুটি শব্দ ‘বাবু খাইছো’। এই দুই শব্দের খোঁজ নিতে গিয়ে জানা গেল, ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর।
তারপর থেকে ফেসবুকজুড়ে ভাইরাল শব্দ দুটি। শুধু ফেসবুকে নয়, ইউটিউবে গিয়ে দেখা গেল মাত্র ছয় দিনে দশ লাখ ভিউ ছাড়িয়েছে গানটির। এই প্রতিবেদন লেখা অবধি গানটি ইউটিউবে বাংলাদেশ থেকে তিন নাম্বার ট্রেন্ডিংয়ে অবস্থান করছে।
জানা গেছে, ভাইরাল হওয়া গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন মীর মারুফ (ডিজে মারুফ)। সংগীত আয়োজন করেছেন মীর ব্রাদার্স।
দেখুন গানটি :
আলোচিত গানটি প্রসঙ্গে মীর মারুফের বক্তব্য, এটি ভালোবাসার গান। এনটিভি অনলাইনকে শনিবার বিকেলে মীর মারুফ বলেন, “প্রায় বছরখানেক হলো গানটি নিয়ে কাজ করছি। তখন প্রেমিক-প্রেমিকাদের কমন প্রশ্ন ‘বাবু খাইছো’ শব্দ দুটি মাথায় আসে। তবে গানের পুরো কথা লিখেছি চলতি বছরের শুরুতে। কথা ছিল ভালোবাসা দিবসে মুক্তি পাবে। কিন্তু ভিডিও নির্মাণ না হওয়ায় সেটা সম্ভব হয়নি। সে কারণে এখন গানটি ঈগল মিউজিক থেকে মুক্তি দিয়েছি। ভালোবাসার গান ‘বাবু খাইছো’; তবে সেটা নেগেটিভ ভালোবাসা। বর্তমান সময়ের প্রেমের প্রেক্ষাপট চিন্তা করেই গানটির কথা লেখা।”
মীর মারুফ আরো বলেন, ‘গানটির কথা বর্তমান সময়ের প্রেমিক-প্রেমিকার সঙ্গে মিলে যাওয়ার কারণেই গানটি ভাইরাল হয়েছে বলে আমি মনে করি। এ ছাড়া গানের শিরোনামটাও খুব ক্যাচি ও কমন, যেটা অধিকাংশ প্রেমিকা-প্রেমিকাই বলে থাকেন। সেটাও অন্যতম কারণ।’
ভবিষ্যতে আরো এমন গান আসছে কি না, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে মীর মারুফ বলেন, ‘দেশের বড় বড় ইভেন্টে হিন্দি গান না বাজিয়ে যেন আমাদের দেশের গান বাজানো হয়, সে চেষ্টা অব্যাহত থাকবে।’
ঢাকায় জন্ম নেওয়া মীর মারুফ ছোটবেলা থেকে গানের সঙ্গে যুক্ত আছেন। গেল ১২ বছর কাজ করছেন ডিজে মিউজিক নিয়ে। এর আগে ‘দ্য কোয়ারেন্টিন সং’ ও ‘সাকরাইন সং’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন।