হাবিবের প্রমোদতরীর কনসার্ট স্থগিত, কারণ...
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের আগামী ১৩ ফেব্রুয়ারি ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামে একটি কনসার্টের অংশগ্রহণের কথা ছিল। এই কনসার্টটি একটি প্রমোদতরীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, গভীর সমুদ্রের বুকে আরও পারফর্ম করার কথা ছিল আহমেদ হাসান সানি, সংজোন ও ব্ল্যাক জ্যাংদের।
কনসার্টটি ছিল বিশেষ দুই দিনের একটি বিলাসবহুল ভ্রমণের অংশ। সেখানে হাবিব ওয়াহিদের লাইভ কনসার্ট, প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যাস্তের দৃশ্য এবং গভীর সাগরের পূর্ণিমা দেখতে পাওয়াসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন ছিল।
কনসার্টটির ব্যাপক প্রচারণাও শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে। তবে হঠাৎ করে আয়োজক কর্তৃপক্ষ কনসার্টটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, ‘‘প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেবো।’’
জানা গেছে, মোট ১০টি ক্যাটাগরিতে এ কনসার্টের টিকিট বিক্রি চলছিল। এর মধ্যে ইকোনমি ক্লাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া বিজনেস ক্লাস সিট ১২০০০, ওপেন ডেক ১৫০০০, সিঙ্গেল বাঙ্কার ১৮৫০০, ভিআইপি প্রেসিডেন্সিয়াল (২ জন) ৪৪৯৯৯, রয়েল কেবিন (২ জন) ৫৪৯৯৯, ভিআইপি প্রেসিডেন্সিয়াল প্লাস (২ জন) ৫৯৯৯৯, ফ্যামিলি বাঙ্কার (৪ জন) ৯৯৯৯৯, ভিভিআইপি কেবিন (২ জন) ১২০০০০ ও দ্য এমপারর কেবিনের মূল্য ১৫০০০০ টাকা। ইতিমধ্যে ভিআইপি প্রেসিডেন্সিয়াল প্লাস ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।