যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন লোপেজ

তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে জনপ্রিয় সংগীতশিল্পীর তকমা। সেই সঙ্গে অভিনয়, নাচেও বেশ দক্ষ তিনি। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা জেনিফার লোপেজের কথা। এতসব পরিচয়ও তাঁকে যৌন হয়রানির হাত থেকে রেহাই দেয়নি। আর সেই অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন জেনিফার।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, যৌন নিপীড়নবিরোধী হ্যাশট্যাগ মি টু আন্দোলন শুরু হয়েছিল হলিউডে। সেই ঢেউ এসে দ্রুতই আছড়ে পড়ে বলিউডে। তবে হলিউড থেকে মি টু প্রসঙ্গ এখনো একেবারে হারিয়ে যায়নি। এবার যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ।
সম্প্রতি এক আলোচনায় নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করেন জেনিফার। ওই ঘটনার বর্ণনা করতে গিয়ে জেনিফার জানান, এক পরিচালক তাঁকে পরনের টপ খুলে ফেলতে বলেছিলেন। উত্তরে জেনিফার তাঁর কাছে জানতে চান, ‘কী দেখতে চান?’ পরিচালক উত্তর দেন, তিনি জেনিফারের বক্ষদেশ দেখতে চান। তবে জেনিফার এতে অস্বীকৃতি জানান।
জেনিফারের মতে, সেদিন তিনি পরিচালকের ওই প্রস্তাবে রাজি হলে হেনস্তার পরিমাণ আরো বাড়ত।