শেষ কবে গোসল করেছেন জানেন না লেডি গাগা

বর্তমান সময়ের সংগীত জগতের পরিচিত নাম মার্কিন পপ তারকা লেডি গাগা। তাঁর যেকোনো কনসার্টে হাজির হন অগণিত ভক্ত-অনুরাগী। তবে ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই শিরোনামে উঠে আসেন তিনি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, নিজের ষষ্ঠ একক অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন গাগা। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রাখছেন না তিনি। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মজার একটি কথোপকথন শেয়ার করেন এই গায়িকা।
আলাপচারিতায় ব্যক্তিগত সহকারী গাগাকে প্রশ্ন করেন, ‘শেষ কবে আপনি গোসল করেছেন?’ উত্তরে গাগা বলেন, ‘আমি মনে করতে পারছি না।’
গাগার এমন টুইটে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে বিনোদন অঙ্গনে।
এবারের অস্কারে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে পুরস্কার পেয়েছে ‘এ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রের ‘শ্যালো’ গানটি। গানটি যৌথভাবে গেয়েছেন অভিনেতা ব্র্যাডলি কুপার ও অভিনেত্রী লেডি গাগা। ‘শ্যালো’ গানটির জন্য অস্কার পেয়ে কান্নায় ভেঙে পড়েন লেডি গাগা।