শেষ হলো প্রিয়াঙ্কার ‘টেক্সট ফর ইউ’র শুটিং

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন যুক্তরাজ্যের লন্ডনে। সম্প্রতি তিনি ‘টেক্সট ফর ইউ’ শিরোনামে একটি রোমান্টিক হলিউড সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি জিম স্ট্রোজের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার ‘এসএমএস ফুর ডিচ’-এর রিমেক।
সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি ছবি শেয়ার করেছেন তিনি, সেখানে তাঁকে চিত্রনাট্য হাতে দেখা যাচ্ছে। চুল বাঁধা অবস্থায় হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কাকে দারুণ লাগছে।
এর আগে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছিল, সিনেমাটিতে সদ্য বাগদত্তা হারানো এক হৃদয়ভাঙা নারীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। গল্পে দেখা যাবে, প্রিয়াঙ্কা তাঁর প্রয়াত বাগদত্তার পুরোনো নাম্বারে ম্যাসেজ পাঠাতে থাকেন। একপর্যায়ে তাঁর একজনের সঙ্গে পরিচয় হয়, তিনিও সদ্য বাগদত্তাকে হারিয়েছেন।
সিনেমাটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন স্যাম হিউগান, যিনি সম্প্রতি হিট সিরিজ ‘আউটল্যান্ডার’-এ অভিনয় করেছেন। এ ছাড়া প্রযোজক হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর।