১ দিনে ১২ কোটি, সম্মানজনক যাত্রা বরুণ-কৃতির
বক্স অফিসে সম্মানজনক যাত্রা শুরু করল বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননের সিনেমা ‘ভেড়িয়া’।
গতকাল (২৫ নভেম্বর) মুক্তি পায় অমর কৌশিক পরিচালিত সিনেমা ‘ভেড়িয়া’। দর্শক ও চিত্রসমালোচকদের বেশ প্রশংসা পেয়েছে সিনেমাটি।
বক্স অফিস ইন্ডিয়ার বরাতে বলিউড বাবলের খবর, প্রথম দিনে ভারতের বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করেছে ৬.৭৫ কোটি রুপি (নেট)। যেহেতু সিনেমাটি প্রশংসা পাচ্ছে, তাই সপ্তাহান্তে ভালো সংগ্রহ করবে বলে আশা রয়েছে। এ সিনেমাকে অজয় দেবগন, টাবু ও অক্ষয় খান্না অভিনীত ‘দৃশ্যম ২’র সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, যেটি এরই মধ্যে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।
অন্যদিকে, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ভেড়িয়া’ গতকাল মুক্তির দিনে সংগ্রহ করেছে ১২.০৬ কোটি রুপি।
সিনেমার গল্প এমন জঙ্গলে গিয়েছিলেন বরুণ ধাওয়ান। নেকড়ের কামড় খেয়েছেন। তারপর থেকেই কেমন যেন অদ্ভুত, একই সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করছেন তিনি। রাত হলেই বদলে যায় তাঁর চেহারা ও আচরণ। বন্ধুর অদ্ভুত ব্যবহারে হতবাক কৃতি শ্যানন, দীপক ডব্রিয়াল। বরুণের মধ্যে কি নেকড়ের প্রবৃত্তি বাড়ছে? রাতে এক আচরণ, দিনে আরেক। সকালে উঠে সে মানুষটিই আবার স্বাভাবিক, রাতের কথা তাঁর কিছুই মনে থাকে না।
এ সিনেমায় বরুণ-কৃতি ছাড়াও অভিনয় করেছেন দীপক ডব্রিয়াল, অভিষেক ব্যানার্জি ও পালিন কাবাকসহ অনেকে।