২৫০০ বন্যার্ত পরিবারের পাশে রিয়াজ-নিপুণ-সাইমনেরা

সিলেটে ত্রাণ দিচ্ছেন রিয়াজ-নিপুণ-সাইমনেরা। ছবি : সংগৃহীত
বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সিলেটে আড়াই হাজার পরিবারের কাছে গিয়ে নিজ হাতে নগদ টাকা ও শুকনো খাবার দিয়েছেন শিল্পী সমিতির রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন।
গতকাল মঙ্গলবার সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি অঞ্চলে গিয়ে তাঁরা ত্রাণ দিয়েছেন।
সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন জানিয়েছেন, ‘আড়াই হাজার বন্যার্ত পরিবারে আমরা শুকনো খাবার, স্যালাইন দিয়েছি। অনেকের হাতে নগদ টাকাও দিয়েছি। এই বিপদে মানুষের পাশে থাকার সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন।’
এর আগে বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। অনেকেই আবার তাঁদের সাহায্যের জন্য তহবিল গঠন করছেন।