কন্যা সন্তানের বাবা হলেন রিয়াজ

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও মডেল তিনা ভালোবেসে বিয়ে করেন সাত বছর আগে। দীর্ঘ সাত বছর পর তাঁদের সংসারজীবন আলো করে এলেন নতুন এ সদস্য। ছবি : সংগৃহীত
কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশে চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। আজ মঙ্গলবার ২ মে দুপুরে তাঁর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে নিজের বাসায় ফেরেন। গত ৩০ মে শনিবার বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন রিয়াজের স্ত্রী মাসফিকা তিনা। জন্মের সময় বাচ্চার ওজন ছিল ২.২০ কেজি। বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ অবস্থায় বাসায় আছেন।
প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে রিয়াজ বলেন, ‘বাবা হওয়ার অনভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে শুকরিয়া যে সন্তান ও মা দুজনই সুস্থ আছে। আমার স্ত্রী-সন্তানের জন্য সবাই দোয়া করবেন। যেন সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারে।’