জুটি বাঁধছেন রণবীর সিং ও আলিয়া
ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির নতুন ছবি ‘গালি বয়’তে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে। জোয়া আখতারের পরিচালনায় এই নতুন জুটিকে শিগগিরই বড় পর্দায় দেখতে পারবেন দর্শক। জোয়া আখতারের ‘টাইগার বেবি’ ও ফারহান আখতার-রিতেশ সিধওয়ানির ‘এক্সেল এন্টারটেইনমেন্টের’ ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবিতে রণবীর ও আলিয়াকে চূড়ান্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ছবির শুটিং শুরু হবে এ বছরের নভেম্বর মাসে। এ ছবির মধ্য দিয়েই বড় পর্দার রণবীর ও আলিয়াকে একসঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে। এর আগে রণবীর সিং ও আলিয়া ভাট জুটি বেঁধে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।
আশা করা যাচ্ছে, ছবিটি বক্স-অফিসে বেশ আলোড়ন সৃষ্টি করবে। বিশেষ করে, ছবির নামটাই দর্শকের মনে কৌতূহল তৈরি করবে। আর ‘দিল ধড়কানে দো’ ছবিতে কাজ করার পর থেকেই রণবীর ও জোয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা বেশ গাঢ় হয়। তাই বোঝাই যাচ্ছে, ছবিটি বেশ আগ্রহ নিয়েই করবেন রণবীর সিং।
বর্তমানে আলিয়া ভাট তাঁর আসন্ন ছবি শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া। ছবিটি আগামী ১০ মার্চ মুক্তি পাবে। আর রণবীর সিং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে তাঁর সঙ্গে আরো অভিনয় করছেন দীপিকা পাডুকোন ও শহীদ কাপুর।