দুই মাসে চার চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্রপ্রেমীরা নড়েচড়ে বসতে পারেন। আগামী দুই মাসের মধ্যেই আয়োজিত হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। স্থান চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি। এগুলোতে জায়গা পাবে বিশ্বের নানা প্রান্তের নানা ঘরানার চলচ্চিত্র। আসুন জেনে নেওয়া যাক এসব উৎসবের খোঁজখবর। উৎসবগুলোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে মিলেছে বিস্তারিত খবর।
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
এশিয়ার অন্যতম প্রধান এ চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গতকাল ১৩ জুন। ১৯৯৩ সাল থেকে শুরু হওয়া এ উৎসবের এবার ১৮তম আসর। উৎসব চলবে ২১ জুন পর্যন্ত। এ উৎসবে অন্যতম প্রধান আকর্ষণ অ্যানিমেশন ফিল্ম। পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্রও স্থান পাবে এতে। উৎসবের সেরা ছবি পাবে ‘গোল্ডেন গবলেট’ অ্যাওয়ার্ড। এবারের আসরে এখন পর্যন্ত গোল্ডেন গবলেটের জন্য মনোনীত প্রামাণ্যচিত্রগুলো হচ্ছে ‘দ্য ভার্স অব আস’, ‘মেরু’, ‘দি ওভারনাইটার্স’, ‘ভিরুঙ্গা’ ও ‘ফ্যাক্টরি কমপ্লেক্স’। অ্যানিমেশন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে ‘দ্য সিক্রেট ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার ২’, ‘হানা অ্যান্ড অ্যালিস’, ‘সং অবফ দ্য সি’, ‘মামিস অব দ্য রিভেইরা’, ‘শন দ্য শিপ’।
গত আসরে গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল প্যান্টালিস ভালগারিস পরিচালিত ‘লিটল ইংল্যান্ড’ (২০১৩)। এ ছাড়া প্রতিযোগিতায় ছিল মার্কো নাবেরস্নিক এর ‘দ্য উডস আর স্টিল গ্রিন’ (২০১৪), টম ওয়ালার এর ‘দ্য লাস্ট এক্সিকিউশনার’ (২০১৪) এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা (২০১৩)’। এ বছরের গোল্ডেন গবলেট কার ঝুলিতে যায় জানতে চোখ রাখুন এ আসরে।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
১০ বছরের ছোট্ট হানার কথা মনে আছে? অথবা ২৬ বছরের জাঙ্গো কুসারিনোর? হ্যাঁ, বলছিলাম কাজুওশি কুমাকিরি পরিচালিত জাপানি ছবি ‘মাই ম্যান’ (২০১৪)-এর কথা। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গত আসরের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গোল্ডেন জর্জ অ্যাওয়ার্ড’ জয়ী ছবি এটি। প্রতিবছরের মতো এবারও উৎসবের নিয়মিত আসর বসতে যাচ্ছে রাশিয়ার মস্কোতে। ১৯৩৫ সাল থেকে শুরু হওয়া এ উৎসবের ৩৭তম আসর শুরু হবে ১৯ জুন। চলবে ২৬ জুন পর্যন্ত। উৎসবের ৩৬তম আসরে প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল এন্ডি সিয়েগে পরিচালিত ‘বেটি অ্যান্ড আমোর’ (২০১৪), জেন পি মাটুসজিয়াঙ্কি পরিচালিত ‘ডিপ লাভ’ (২০১৩), নাদাভ শিরম্যান পরিচালিত ‘দ্য গ্রিন প্রিন্স’(২০১৪)। এ ছাড়া গত আসরগুলোতে উৎসব মাতিয়েছে তুরস্কের ‘পার্টিকেল’(২০১৩), ইংল্যান্ডের ‘জাংক হার্টস’ (২০১২), স্পেনের ‘লাস ওলাস’ (২০১১), ভেনিজুয়েলার ‘হারমানো’ (২০১০)-এর মতো ছবিগুলো। তাই এ বছর সেন্ট জর্জ কার ঝুলিতে যায়, জানতে নজর রাখতে হবে উৎসবে। সঙ্গে বিশ্বের নানা প্রান্তের অনেক চলচ্চিত্র তো আছেই।
মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
এ বছরের ৩০ জুলাই পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব ‘মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ৬৪তম আসরের। উৎসবে পূর্ণদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য সব ক্যাটাগরির চলচ্চিত্রই স্থান পাচ্ছে। বিগত আসরগুলোতে উৎসব মাতিয়েছে রিচার্ড লিংকলেটারের ‘বয়হুড’ (২০১৪), হাভিয়ের ডোলানের ‘মামি’ (২০১৪), ওয়েস অ্যান্ডারসনের ‘মুনরাইজ কিংডম’ (২০১২), কিম মরডান্টের ‘দ্য রকেট’ (২০১৩)সহ অন্য অনেক পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র। এবারের আসরে স্থান পাচ্ছে রবার্ট এগারের ‘দ্য উইচ’ (২০১৫), জাফর পানাহির ‘ট্যাক্সি’ (২০১৫), পল কক্স-এর ‘ফোর্স অব ডেস্টিনি’ (২০১৫), হেলেমি জিমারের ‘বিয়িং ফোরটিন’ (২০১৫)সহ নানা দেশের প্রায় ৫০টি চলচ্চিত্র। এবার সেরা চলচ্চিত্র পুরস্কারটি কার ঘরে যায় তা জানার জন্য অপেক্ষা করতে হবে উৎসবের শেষ পর্যন্ত। বিশ্বের নানা প্রান্তের ভিন্ন ভিন্ন স্বাদের চলচ্চিত্রের খোঁজখবর রাখতে অবশ্যই চোখ রাখতে হবে এই উৎসবে।
গিফোন্নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শিশুতোষ চলচ্চিত্র কে না পছন্দ করে? আর শিশুতোষ সব চলচ্চিত্রকে প্রাধান্য দিয়েই ইতালিতে আয়োজিত হয় ‘গিফোন্নি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’। ১৯৭১ সাল থেকে আয়োজিত হতে থাকা এই উৎসবের ৪৫তম আসর শুরু হতে যাচ্ছে ১৭ জুলাই থেকে। চলবে ২৬ জুলাই পর্যন্ত। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশনের পাশাপাশি উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ শিশুতোষ চলচ্চিত্র। ১৩-১৭, ৩-১০সহ নানা বয়সের শিশুদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে প্রদর্শন করা হয় চলচ্চিত্র। গত বছরের আসরে জুরিদের নজর কেড়েছে পরিচালক ইয়ান গ্যাব্রিয়েলের ‘ফোর করনার্স’ (২০১৩), নাস্তিয়া তারাসোভার ‘লিনার’ (২০১৩) ছবিগুলো। এ ছাড়া শিশুতোষ বিভাগে ঊর্ধ্ব ১৩ থেকে ১৭ বিভাগে মিশা ক্যাম্প পরিচালিত ‘বয়েজ’ (২০১৪) এবং ঊর্ধ্ব ১০ থেকে ১২ বিভাগে ফ্রাঞ্জ অয়েজ পরিচালিত ‘ফিন’(২০১৩) চলচ্চিত্রগুলো পুরস্কার জিতে নিয়েছে। এ ছাড়া বিগত আসরগুলোতে উৎসবে নজর কেড়েছে পরিচালক রুফুস নরিসের ‘ব্রোকেন’ (২০১২), শান কু পরিচালিত ‘বিউটিফুল বয়’ (২০১০), যান কামোসার ‘সুইসাইড রুম’ (২০১১) ছবিগুলো। শিশুতোষ চলিচ্চত্রের হাল-হকিকত জানতে নজর রাখুন ইতালির এই উৎসবে।