দর্শককে বাড়তি বিনোদন দিতে চেয়েছি : হাবিব
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘ঘুম’ গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। তানিম রহমান অংশুর পরিচালনায় ভিডিওটিতে মডেল হয়েছেন অভিনেত্রী মিথিলা ও হাবিব নিজেই। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন হাবিব। মিউজিক ভিডিওটিতে কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন হাবিব।
‘ঘুম’ গানটির ভিডিও তানিম রহমান অংশু চলচ্চিত্রের গানের মতো করে নির্মাণ করেছেন। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে?
হাবিব ওয়াহিদ : আমার ভালো লেগেছে। গানটির ভিডিও গল্পনির্ভর নয়। এটা ঠিক, গানটি দেখলে অনেকের এটা চলচ্চিত্রের গান মনে হতে পারে। একটা চলচ্চিত্রের গান যখন আমরা ইউটিউবে দেখি, তখন সেটা আমাদের মিউজিক ভিডিওর মতোই লাগে। তবে যদি সেটা রোমান্টিক গান হয়। গান দেখার সময় কিন্তু আমরা ছবির আগের কিংবা পরের কাহিনী জানি না। শুধু গল্পটা অনুমান করি। এখন তো ছবি মুক্তির আগেই গান ইউটিউবে প্রকাশ করা হয়। ‘ঘুম’ গানটা অনেক রোমান্টিক। আমরা আসলে দর্শককে বাড়তি বিনোদন দিতে চেয়েছি, এজন্যই মূলত গানটি সিনেমার গানের মতো করে নির্মাণ করা হয়েছে।
মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
হাবিব ওয়াহিদ : ভালো তো অবশ্যই। অনেক আগে মিথিলা আমার একটি গানের এককভাবে মডেল হয়েছিল। বলা যায়, এটাই আমাদের দুজনের একসঙ্গে গানের প্রথম মডেল হওয়া। আমরা খুব মজা নিয়ে কাজটা করেছি। মিথিলা সংগীতশিল্পী অর্ণবের কাজিন। তাই অনেক আগে থেকেই মিথিলাকে আমি চিনি। তবে ওর সঙ্গে যোগাযোগ খুব কম হতো। আমি যেমন মিথিলাকে সম্মান করি তেমনি মিথিলাও আমাকে করে।
শ্রোতারা কি এখন গানের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আপনি কী মনে করেন।
হাবিব ওয়াহিদ : শ্রোতাদের ইউটিউবে গানের ভিডিও দেখা এখন অভ্যাস হয়ে গিয়েছে। তবে কোনো গান যদি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হয় তাহলে সেই গানটিও সবাই ভালোভাবে গ্রহণ করেন। গানের ভিডিও তখন না করলেও হয়। আমার ‘মিথ্যা নয়’ গানটির লিরিক্যাল ভিডিও ইউটিউবে আমি প্রকাশ করেছিলাম। গানটি অল্প কিছুদিনের মধ্যে এক মিলিয়নের বেশিবার দেখা হয়েছিল। যা হোক এখন সারা বিশ্বের মানুষ ইউটিউব ব্যবহারে নির্ভরশীল। গান শোনার পাশাপাশি সবাই সেটার চিত্রায়নও দেখতে চান। আমি নিজেও ইউটিউবে গান দেখি।
আপনার ভক্তদের জন্য ঈদে কী চমক থাকবে।
হাবিব ওয়াহিদ : নতুন গান করার কথা ভাবছি। সবকিছু এখনো ঠিক হয়নি। যদি গান করি তাহলে সেটার ভিডিও হয়তো করা হবে।