রবিন উইলিয়ামসের নামে টানেল

প্রিয় অভিনেতা রবিন উইলিয়ামস। গত বছরের আগস্টে একাকী ফ্ল্যাটে প্রাণ হারান জনপ্রিয় এই অভিনেতা। অনেকেই মনে করেছিলেন তিনি আত্মহত্যা করেছেন। যাই হোক, জনপ্রিয় এই তারকার নামে এবার সানফ্রান্সিসকোতে একটি টানেলের নামকরণ করা হয়েছে।
গত বুধবার, ক্যালিফোর্নিয়া প্রদেশের আইনপ্রণেতারা রবিন উইলিয়ামসের নামে টানেলের নামকরণের বিষয়টি অনুমোদন করেছেন। রেইনবো টানেল বা ওয়াল্ডো টানেল নামে পরিচিত টানেলটি মারিন কাউন্টি এবং গোল্ডেন গেট ব্রিজের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
ক্যালিফোর্নিয়ার এই মারিন কাউন্টির টিবুরন এলাকার বাসিন্দা ছিলেন রবিন উইলিয়ামস। এখানকারই এক নারী বাসিন্দা গত বছর উইলিয়ামসের সম্মানে টানেলটির নাম পরিবর্তন করার জন্য একটি পিটিশন দায়ের করেন।
পিটিশনে ওই নারী উল্লেখ করেন, ‘রবিন উইলিয়ামস নর্থ বে কমিউনিটির দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তাঁর স্মৃতি রক্ষার্থে রবিন উইলিয়ামসের নামে টানেলটির নামকরণ করা হলে এর মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো যাবে।’