মোদির চরিত্রে অভিনয় করছেন না অক্ষয়
গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর থেকে বলিউডপাড়ায় গুঞ্জন ওঠে- এবার নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করবেন খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সম্প্রতি অক্ষয় কুমারের মুখপাত্র এনডিটিভিকে নিশ্চিত করেন যে, নরেন্দ্র মোদির চরিত্রে অক্ষয় অভিনয় করছেন না। এদিকে, ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণ করা হয় তাহলে প্রথম পছন্দ হবেন অক্ষয় কুমার। মোদির চরিত্রে অভিনয় করার জন্য বলিউডের একজন পরিষ্কার ভাবমূর্তির অভিনেতা প্রয়োজন সেক্ষেত্রে অক্ষয় কুমার এগিয়ে। এমনই আভাস পাওয়া গেল ভারতের সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশনের প্রধান পহেলাজ নিহালানির কথা থেকে।
শিগগিরই মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ব্যতিক্রমধর্মী ছবি ‘টয়লেট এক প্রেমকথা’। মোদি সরকারের স্বচ্ছ ভারতের অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির চিত্রনাট্য করা। মূলত এই ছবির বিষয়ে কথা বলতে গত মাসে মোদির সঙ্গে দেখা করেছিলেন। ছবির এমন নাম শুনে মোদি হেসে অক্ষয়কে শুভেচ্ছা জানিয়েছিলেন। এরইমধ্যে ইউটিউবে ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। মুক্তির পর অক্ষয় কুমার রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন।
শ্রী নারায়ণ সিং পরিচালিত ছবিতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের অস্বাস্থ্যকর পরিবেশের কথা ব্যাঙ্গাত্মকভাবে ফুঁটিয়ে তোলা হয়েছে। প্রচুর হাস্যরসে ভরা ছবিতে রয়েছে পরিবেশ রক্ষার কিছু বার্তা। এটি পরিচালকের প্রথম ছবি। অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, ভূমি পেদনেকার ও সানা খান। আগস্টের ১১ তারিখ ছবিটি প্রেক্ষগৃহে মুক্তি পাবে।