মুক্তি পেল ‘ধাড়াক’ ছবির পোস্টার
কেমন হবে বলিউডে শ্রীদেবীকন্যা জাহ্নবীর অভিষেক? তিনি কি পারবেন শ্রীদেবীর নামের প্রতি সুবিচার করতে? এমন হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আসছে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর অভিনীত চলচ্চিত্র ‘ধাড়াক’। ছবিটি শুধু তাঁর জন্যই বিরাট চ্যালেঞ্জ নয়, শহিদ কাপুরের ভাই ইশান খাত্তারেরও জন্যও ছবিটি অনেক গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত বেশ কিছু ভিন্নধারার ছবিতে বেশ সাবলীল অভিনয় করলেও বাণিজ্যিক ধারার ছবিতে এই প্রথম অভিনয় করতে যাচ্ছেন ইশান খাত্তার। তাই নতুন জুটিকে কেন্দ্র করে ছবিটি রয়েছে দর্শক চাহিদার তুঙ্গে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধাড়াক’-এর পোস্টার। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, রোমান্টিক ঘরানার ছবিটির সাদামাটা এই পোস্টারে ইশান খাত্তারের কাঁধে মাথা রাখতে দেখা যায় জাহ্নবীকে। শুধু পোস্টারের মুক্তিই নয়, নির্মাতারা জানিয়েছেন ট্রেইলার মুক্তির তারিখও। ১১ জুন সোমবার দুপুর ১২টার দিকে মুক্তি পাচ্ছে ছবিটির ট্রেইলার।
‘ধাড়াক’ পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান। প্রযোজনায় রয়েছেন করণ জোহর। মারাঠি ভাষায় নির্মিত ২০১৬ সালে মুক্তি পাওয়া রোমান্টিক ঘরানার সুপারহিট ছবি ‘সাইরাত’-এর বলিউড সংস্করণ হিসেবে নির্মিত হচ্ছে ‘ধাড়াক’। চলতি বছরের ২২ জুলাই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।