হাসপাতালে লাকী আখন্দ

বাংলা গানের জনপ্রিয় শিল্পী লাকী আখন্দ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। গত ১ সেপ্টেম্বর তিনি গুরুতর অসুস্থ হন। এরপর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের কার্ডিওলজির বিভাগের প্রধান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে আছেন তিনি। এই তথ্য এনটিভি অনলাইনকে জানান লাকী আখন্দের বড় মেয়ে মাম মিনতি।
লাকী আখন্দ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আগামীকাল অথবা পরশুদিন উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যেতে পারি। আমার লিভারে ও ফুসফুসে কিছু সমস্যা ধরা পড়েছে। তবে ক্যানসারের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
লাকী আখন্দের মেয়ে মাম মিনতি বলেন, ‘বাবা কখনো সুস্থ থাকছেন, আবার কখনো অসুস্থ হয়ে পড়ছেন। তাই কিছুই বলা যাচ্ছে না। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
অসংখ্য জনপ্রিয় গানের সুর করেছেন লাকী আখন্দ। তাঁর সুর করা উল্লেখযোগ্য কিছু গান হলো ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘ আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার’, ‘পলাতক সময়ের হাত ধরে’ ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি।