টম ক্রুজের ছবির সেটে বিমান দুর্ঘটনা, নিহত ২

দুর্ধর্ষ এজেন্ট এথান হান্ট অসম্ভব একেক মিশনকে সম্ভব করে তোলেন। পর্দার ঘটনা আর বাস্তবের প্রেক্ষিত ঠিক কখনোই একরকম হয়নি এথানরূপী টম ক্রুজের জীবনে। তাঁর নতুন ছবি ‘মেনা’র শুটিং চলছে। সেই শুটিং সেটেই ঘটে গেছে ভয়াবহ প্লেন ক্র্যাশ। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন একজন। ১১ সেপ্টেম্বর এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ছবিটির প্রোডাকশন ব্যানার ইউনিভার্সেল পিকচার্স। সিএনএনের খবরে জানা গেছে বিস্তারিত।
কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছে। এরই মধ্যে শুটিংয়ের সব কাজকর্ম গুটিয়ে নেওয়া হয়েছে। প্লেনের পাইলট অ্যালান ডি পারউইনের মৃত্যু ঘটেছে বলে জানান হেলিনেন্ট এভিয়েশনের নির্বাহী জ্যাক স্নাইডার। প্লেনটির মালিকানাও ছিল তাঁর। পারউইন এর আগে বেশ কিছু হলিউডি ছবি এবং টেলিভিশন সিরিয়ালের জন্য কাজ করেছিলেন। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘জিরো ডার্ক থার্টি’, ‘এয়ারউলফ’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’-এর মতো ছবির জন্য কাজ করেছিলেন তিনি। এন্টিওক্যুয়া অঞ্চলের স্যান পেদ্রো দে লস মিলারাগ্রোস শহরে পারউইনের প্রপেলার প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটি মেডেয়িন শহরের দিকে যাচ্ছিল। এ দুর্ঘটনার সময় অবশ্য প্লেনে উপস্থিত ছিলেন না টম ক্রুজ।
ইউনিভার্সেল পিকচার্সের তরফ থেকে আনুষ্ঠানিক শোকবার্তায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের জন্য সমবেদনা জানানো হয়েছে।