সুদীপ চক্রবর্তী পেলেন ‘এস এম সোলায়মান প্রণোদনা’

এ বছর ‘এস এম সোলায়মান প্রণোদনা’ পেয়েছেন তরুণ নাট্যনির্দেশক মঞ্চপাগল মানুষ সুদীপ চক্রবর্তী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা-২০১৫’ শীর্ষক অনুষ্ঠান। সুদীপ চক্রবর্তীর হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্মারক বক্তৃতা উপস্থাপন করেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক জামিল আহমেদ। অনুষ্ঠানটির আয়োজনের নেপথ্যে ছিল মঞ্চনাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। প্রণোদনা ও স্মারক বক্তৃতা প্রদানের পর সন্ধ্যা সাড়ে ৭টায় থিয়েটার আর্ট ইউনিট মঞ্চায়ন করে নাটক ‘গোলাপজান’।
এস এম সোলায়মানকে স্মরণ করে চতুর্থবারের মতো আয়োজন করা হলো ‘রঙ্গমাতন সোলায়মান মেলা’। এবার এ উৎসবের আয়োজনে ছিল প্রাচ্যনাট। এ মেলায় দিনভর প্রদর্শনীতে অংশগ্রহণ করল আটটি দল। শিল্পকলা প্রাঙ্গণ গতকাল ভেসে গিয়েছিল উৎসবমুখর উচ্ছ্বাসে।