৮ ডিসেম্বর সবাইকে চমকে দেবেন স্পর্শীয়া!

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নেই অর্চিতা স্পর্শীয়া। জনপ্রিয় যোগাযোগের এই মাধ্যম থেকে বিদায় নিয়েছেন তিনি গত বছর। এখন তাঁর নামে যত ফেসবুক অ্যাকাউন্ট আছে, সবই ভুয়া। ফেসবুক থেকে বিদায় নিলেও মিডিয়া থেকে বিদায় নেননি দেশের জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।
নীরবে শুটিং করেছেন বেশ কিছু ছবির। সময় দিয়েছেন নিজেকেও। এক বছর নিজেকে আড়াল করে রাখার পেছনেও রয়েছে তাঁর নানা কারণ। বছরের শেষে সেই কারণগুলো সবাইকে জানাতে চান বলে জানান স্পর্শীয়া। সেই তারিখটা ৮ ডিসেম্বর বেছে নিয়েছেন তিনি। সেদিন তাঁর জন্মদিন।
৮ ডিসেম্বর আর কী ঘটবে—জানতে চাইলে স্পর্শীয়া বলেন, ‘দেখুন, গত বছর ৮ ডিসেম্বরই ফেসবুক ডিঅ্যাকটিভ করেছিলাম আমি। একই দিনে এবার অ্যাকাউন্টটা খুলতে চাই। এর পরেই লাইভে আসার পরিকল্পনা করেছি। সরাসরি আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলব। অনেক সারপ্রাইজ আছে। যেটা না হয় সেদিনই সবাই জানবে। এখনই বলতে চাই না।’
স্পর্শীয়া অভিনীত ‘বন্ধন’ ছবির বেশ কিছু পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। ছবির পরিচালক অনন্য মামুন তাঁর ফেসবুকে পোস্টারগুলো শেয়ার করে পেয়েছেন ইতিবাচক মন্তব্যও। ছবিটি মুক্তি পেতে পারে এ বছরের শেষে।
‘বন্ধন’ নিয়ে প্রত্যাশা কেমন? উত্তরে স্পর্শীয়া বলেন, ‘দেড় বছর আগে ছবিটির শুটিং করা। বন্ধু-বান্ধবদের গল্প নিয়ে এই ছবি। শুটিং করে শতভাগ আত্মতৃপ্তি আমার মধ্যে ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে, দর্শক ভালো গল্পের একটা ছবি পাবে।’
‘বন্ধন’ নিয়ে মুখ খুললেও বাকি সব ছবি নিয়ে কথা বলতে নারাজ এই অভিনেত্রী। বললেন, ‘থাকুক কিছু চমক। আরো দুটো ছবি মুক্তির অপেক্ষায়। এসব নিয়ে অনেক বলার আছে আমার, কিন্তু এখন না।’
এদিকে, তারিক আনাম খান ও স্পর্শীয়ার সঙ্গে গ্রুপ ছবি তুলে সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক অনন্য মামুন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছু একটা হচ্ছে। আবার বসন্ত।’
‘আবার বসন্ত’ নতুন ছবি নাকি অন্য কিছু? উত্তরে স্পর্শীয়া বলেন, ‘এটা বসন্তে জানাই। এখন তো অগ্রহায়ণ (হাসি)।’
বোঝাই যাচ্ছে, ৮ ডিসেম্বরের আগে নতুন কোনো খবর স্পর্শীয়ার কেউই পাবে না। আট দিন পরই নিজের কথার ঝুড়ি খুলবেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। তত দিন পর্যন্ত তাঁর ভক্তদের করতে হবে অপেক্ষা।