‘ভালো গল্প পেলে নিয়মিত ছবিতে অভিনয় করব’

“‘জলকন্যা’ ছবিটি মুক্তি পেল। খুব ভালো অনুভূতি হচ্ছে। ছবিটিতে অভিনয়ের সময় একদম চরিত্রের মধ্যে ডুবে ছিলাম।”-কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন এ সময়ের অভিনেত্রী তাহমিনা কৃতিকা।
সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘জলকন্যা’তে বাতাসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটিতে অভিনয় করে আত্মতৃপ্তি পেয়েছেন বলে জানান কৃতিকা। তিনি বলেন, ‘বাতাসীর বয়স ১৬ কিংবা ১৭ হবে। আমি মনে করি, আমাদের গ্রামগুলোতে বাতাসীর মতো মেয়ে অনেক আছে। গল্পে বাস্তবতা আছে। তাই কাজটি করে আনন্দ পেয়েছি।’
ছবির গল্প সম্পর্কে কৃতিকা বলেন, ‘বাতাসীর কম বয়সে বিয়ে হয়। কিন্তু তার সন্তান হয় না। এ জন্য তার শাশুড়ি খুব মানসিক অত্যাচার করে তার উপর। একসময় অতিষ্ট হয় বাতাসী। অত্যাচার থেকে রেহাই পেতে একপর্যায়ে বাড়ি থেকে পালিয়ে যায় সে। এরপর কী হয় সেটা এখন আর বলতে চাই না।’
‘জলকন্যা’র আগে মাসুম আজিজ পরিচালিত ‘সনাতন গল্প’ শিরোনামে আরো একটি ছবিতেও অভিনয় করেছেন কৃতিকা। বর্তমানে বিভিন্ন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এর ফাঁকে নিয়মিত চলচ্চিত্রেও অভিনয় করতে আগ্রহী কৃতিকা। তবে এ ব্যাপারে তাঁর শর্ত আছে।
কৃতিকা বলেন, ‘ভালো গল্প পেলে নিয়মিত ছবিতে অভিনয় করব। তবে বাণিজ্যিক ছবিতে কখনোই অভিনয় করতে চাই না। সামাজিক গল্পনির্ভর ছবিতে কাজ করার আগ্রহ আমার বেশি।’
নাটক ও ছবিতে অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকেও অভিনয় করেন তাহমিনা কৃতিকা। বেশকিছু বিজ্ঞাপনের মডেলও হয়েছেন। ভবিষ্যতে আরো ভালো কাজ করার স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী।
‘জলকন্যা’ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান বাদল। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মাসুদ মুস্তাফা। এতে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, সাবিহা জামান, রিগান রত্ন, এস এম আইয়ুব প্রমুখ। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ছবিটির প্রদর্শনী হয়।