‘যদি একদিন’ দেখে কাঁদলেন দর্শক

‘ছবির গল্পটা খুব সুন্দর। দেখার পর ভীষণ রকম আবেগ কাজ করছে। রাজের জন্য শুভ কামনা।’ আজ সকালে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘যদি একদিন’ ছবির বিশেষ শো দেখে কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
ছবিটি দেখার পর কিছুক্ষণ নীরব থেকেছেন সংগীতশিল্পী কোনাল। বললেন, ‘আমি কেঁদেছি ছবিটি দেখে।’
উপস্থাপক জেনিফার ফেরদৌস বলেন,‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। এ রকম ছবি দেখে কান্না লুকানো যায় না। অসাধারণ।’
অভিনেত্রী ভাবনা বলেন, ‘বাবা ও মেয়ের গল্প সবাইকে যেমন ভাবিয়েছে ঠিক তেমনি আমাকেও। পুরো ছবি দেখে কান্না আমি থামাতে পারিনি। দর্শকের জন্যই এই ছবি সফল হবে।’
নির্মাতা রেদওয়ান রনি ছবিটি হলে গিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ জানান। অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব বলেন, ‘আপনারা হলে এসে যদি একদিন দেখুন। ভালো লাগবে।’
অন্যদিকে, ছবির অভিনেতা তাহসান বলেন, ‘ছবিটি নিয়ে সবার উচ্ছ্বাস ভালো লাগছে। দর্শক ছবিটি দেখছেন এটা বাংলা চলচ্চিত্রের জন্য সুখবর। আমি অনেক ভালো মন্তব্য পাচ্ছি চারপাশ থেকেই। বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব।’
শ্রাবন্তী বলেন, ‘আমি ভীষণ রকম উচ্ছ্বসিত। হলে এসে দর্শক ছবিটি দেখছে এটা বড় আনন্দের।’
নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘অনেক সাধনা করে একটি চলচ্চিত্র নির্মাণ হয়। আমিও করেছি। দর্শকের সাড়া ভালো। এই যে অনেকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে এটা অনেক ইতিবাচক বাংলা চলচ্চিত্রের জন্য। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি।’
‘যদি একদিন’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, তাসকিন, শিশু শিল্পী রাইসা ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।