নাট্যসফর শেষে দেশে ফিরল স্বপ্নদল

ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত মাসব্যাপী নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’ অনুষ্ঠিত হয়ে গেল ৬ ও ৭ নভেম্বর। এ সময় লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে স্বপ্নদলের যুদ্ধবিরোধী নাট্যপ্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র মঞ্চায়ন করা হয়। সফল সফর শেষে গত ১২ নভেম্বর দেশে ফিরেছে স্বপ্নদল। ইউরোপের মর্যাদাপূর্ণ এ উৎসবে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’-তে নির্মিত ‘ত্রিংশ শতাব্দী’-র দুটি প্রদর্শনীই উপস্থিত দর্শক-নাট্যজন-সমালোচকদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’ নাট্যোৎসবে অংশগ্রহণের পাশাপাশি স্বপ্নদলের প্রধান সম্পাদক ও ‘ত্রিংশ শতাব্দী’র নির্দেশক জাহিদ রিপন সুবিখ্যাত ‘কুইন মারি ইউনিভার্সিটি অব লন্ডন’-এর থিয়েটার বিভাগে ‘স্বপ্নদল প্রযোজনা ও এর বিশেষত্ব, প্রাচ্য নাট্যরীতি এবং থিয়েটারে মূকাভিনয়ের ব্যবহার’ শীর্ষক কর্মশালা পরিচালনাসহ একাধিক টিভি ও রেডিও অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ ছাড়া ডকল্যান্ডস থিয়েটার, ইস্টার্ন থেসপিয়ান্সসহ লন্ডনের নাট্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করে স্বপ্নদল।
‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার ইংল্যান্ড দলের ১২ সদস্য হলেন জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন, নিসর্গ শবনম ও অনিন্দ্য অন্তরিক্ষ।
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রং মহোৎসব-২০১৫’-এ ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের মাধ্যমে সাফল্য অর্জন করে স্বপ্নদল।