বাংলাদেশের এক নম্বর রিয়েলিটি শো ‘হা-শো’ : আমিন খান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/10/22/photo-1571749131.jpg)
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে গত চার মৌসুম ধারাবাহিক সাফল্যের পর আর একদিন পরেই শুরু হতে যাচ্ছে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র পঞ্চম মৌসুম। স্বাভাবিকভাবেই এই শোর হালহকিকত জানতে আগ্রহী দর্শক।
এবার বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করবেন ‘মীরাক্কেল’খ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি।
দ্বিতীয় মৌসুমেও এই শোতে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল চিত্রনায়ক আমিন খানকে। তবে পঞ্চম মৌসুমে প্রথমবারের মতো পুরো শোতেই বিচারক হিসেবে থাকছেন এ তারকা। আর অনুষ্ঠানের বিচারক হতে পেরে উচ্ছ্বসিত আমিন।
এরই মধ্যে বেশ কয়েকটি পর্বের শুটিংও শেষ হয়েছে। বিচারক আমিন খান এনটিভি অনলাইনকে জানালেন, দারুণ হচ্ছে ‘হা-শো’। প্রতিযোগীদের হাস্যরস, ভঙ্গি, উপস্থাপনায় মুগ্ধ তিনি। এবারের মৌসুম গত চার মৌসুমের তুলনায় আরো হৃদয়গ্রাহী হবে।
কেমন হচ্ছে হা-শো? আমিন খান বলেন, ‘অসম্ভব সুন্দর। আমাদের পরিকল্পনা করা ছিল ছয়-সাত মাস আগে থেকেই। এর আগে যে চারটি মৌসুম হয়েছে, সেগুলোর চেয়ে যেন ব্যতিক্রমী হয়, সে ভাবনা ছিল। অনেক পরিবর্তন এসেছে। সবকিছুতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি, সেটা করতে পেরেছি। বাকিটা দর্শকের ওপর ছেড়ে দিচ্ছি।’
আমিন খান আরো জানালেন, এবারের মৌসুমের মঞ্চেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। উপস্থাপক আবু হেনা রনির ব্যাপক প্রশংসা করলেন তিনি। বললেন, রনির উপস্থাপনার ভঙ্গি একদম আলাদা। যিনিই টিভি পর্দার সামনে একবার বসবেন, শো শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না।
মেন্টরদেরও প্রশংসায় ভাসালেন আমিন খান। বললেন, ‘কমেডি শুধু আর কমেডির জায়গায় নেই। একটা স্ট্যান্ডার্ড বা মান নিয়েই পেশাদারত্বের জায়গায় যাচ্ছে। এ দিকটা আমার খুব ভালো লাগছে।’
আমিন খান আরো বলেন, ‘মানুষকে হাসাতে পারা খুব কঠিন কাজ। সেই কঠিন কাজটাই বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবানরা এই শোতে করছে। কর্মজীবনে মানুষ নানা দুশ্চিন্তায় থাকে। টিভি খুললেই একই ধাঁচের প্রোগ্রাম—সেই টক শো, সেই একই ধাঁচের নাটক; কোনো বৈচিত্র্য নেই। সে জন্য কমেডি প্যাটার্নের রিয়েলিটি শো খুব জরুরি—মানুষকে হাসানোর জন্য, রিল্যাক্স করার জন্য। সে জন্য এই শোর গুরুত্ব অনেক।’
এই দর্শকনন্দিত চিত্রাভিনেতা বলেন, বাংলাদেশের টিভি রিয়েলিটি শোগুলোর মধ্যে ‘হা-শো’ তাঁর কাছে এক নম্বর।
২৪ অক্টোবর থেকে সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘হা-শো’।
বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই করে মোট ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘হা-শো’র মূল অনুষ্ঠান। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত পাঁচজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে লড়াই করবেন। সেখান থেকে চ্যাম্পিয়ন হবেন একজন।
এনটিভি আয়োজিত ‘হা-শো’ বাংলাদেশের জোকস পারফরম্যান্সভিত্তিক প্রথম রিয়েলিটি শো।