মেয়েরাও সমানতালে কমেডি করছে : মুনমুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/10/22/photo-1571756529.jpg)
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে গত চার মৌসুম ধারাবাহিক সাফল্যের পর আর একদিন পরেই শুরু হতে যাচ্ছে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র পঞ্চম মৌসুম। স্বাভাবিকভাবেই এই শোর হালহকিকত জানতে আগ্রহী দর্শক।
এবার বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করবেন ‘মীরাক্কেল’খ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি।
এর আগে বিভিন্ন রিয়্যালিটি শোর বিচারক হলেও এবারই প্রথম কমেডি শোর বিচারক হলেন জননন্দিত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। স্বাভাবিকভাবেই তাঁর উচ্ছ্বাস অনেক বেশি। বললেন, ‘আমি খুব মজা পাচ্ছি। সারা দিন বাড়িতে কৌতুকের ভেতর থাকি। একটা শোতে এসে অনেক কৌতুক শুনছি। আমি নিজে সমৃদ্ধ হচ্ছি বলে মনে করি।’
‘হা-শো’র এ মৌসুম মুনমুনের কাছে বিশেষ। বললেন, ছেলেমেয়েরা দারুণ কৌতুক করছেন। সেসব তাঁর কাছে কৌতুকই, ভাঁড়ামি নয়। তাঁর ভাষায়, ‘স্ট্যান্ড-আপ কমেডি যেমন হয়, সে রকমই করার চেষ্টা করছে প্রতিযোগীরা। আমাদের দেশে যে ছেলেমেয়েরা কৌতুকে এত এগিয়ে যাবে, সেটাকে পেশাদারত্বের চোখেই দেখবে, এটা কিছুদিন আগেও ভাবা যায়নি।’
‘কৌতুক একসময় ভাঁড়ামি ছিল। এখন সে বিষয়টা নেই। প্রতিটি কনটেন্ট খুব সুন্দর এবং সেটাকে ভেবে তরুণরা পারফর্ম করছে। রীতিমতো এ নিয়ে পড়াশোনা করছে। এ ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে,’ বলেন মুনমুন।
নৃতশিল্পী মুনমুন বলেন, মানুষ টিভি খুললেই সেই একই টক শো, গানের অনুষ্ঠান বা সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত। এসবের মধ্যে হাসির অনুষ্ঠান ‘হা-শো’ একদমই ব্যতিক্রম। এই শো দেখে মানুষ হাসছেন। হাসতে পারা ও হাসাতে পারার চেয়ে মধুর আর কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো, এই শো খুবই মানসম্পন্ন। হাসতে পারা অনেক ভালো ব্যাপার। যাঁর জীবনে হাসি নেই, তাঁর কী-ই বা আছে। তবে হাসানো সবচেয়ে কঠিন। এই অনুষ্ঠানের বিচারক হতে পারাটা তাঁর জন্য বিশেষ।
মুনমুন আরো বলেন, ‘এই শোর মধ্য দিয়ে ভালো ভালো কমেডিয়ান বেরিয়ে আসছে। দেশের বাইরে গিয়েও পারফর্ম করছে। আগে দেখতাম শুধু ছেলেরা কমেডি করত, এখন মেয়েরাও সমানতালে কমেডি করছে। মেয়েদের কৌতুক নিয়ে যে জড়তা ছিল, সেসবও কেটে যাচ্ছে। মেয়েরা যে পিছিয়ে নেই, এটা দেখতেই খুব ভালো লাগছে।’
২৪ অক্টোবর থেকে সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘হা-শো’।
বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই করে মোট ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘হা-শো’র মূল অনুষ্ঠান। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত পাঁচজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে লড়াই করবেন। সেখান থেকে চ্যাম্পিয়ন হবেন একজন।
এনটিভি আয়োজিত ‘হা-শো’ বাংলাদেশের জোকস পারফরম্যান্সভিত্তিক প্রথম রিয়েলিটি শো।