নানা চমক নিয়ে হাজির হচ্ছে ‘হা-শো’ : কাজী মোস্তফা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/10/24/photo-1571912509.jpg)
টেলিভিশন খুললেই একই ধাঁচের অনুষ্ঠান—সেই টক শো, একই ধাঁচের নাটক, বিষয়বৈচিত্র্যও কম। মানুষের জীবনেও একঘেঁয়েমি কম নয়। সারা দিন কর্মব্যস্ত দেশের মানুষ। শহরবাসীর যানজট-ক্লান্তি তো আছেই। হাসিমাখা মুখ খুঁজে পাওয়া ভার। আর তাই দর্শককে নির্মল বিনোদন দিতে আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে স্ট্যান্ড-আপ কমেডি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র পঞ্চম মৌসুম।
এবার বিচারক হিসেবে রয়েছেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করছেন ‘মীরাক্কেল’খ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি।
২৪ অক্টোবর থেকে সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে এ শো।
‘হা-শো’ সম্পন্ন করেছে চারটি সফল মৌসুম। পঞ্চম মৌসুমে রয়েছে নানা চমক। অনুষ্ঠানের মঞ্চসজ্জাও করা হয়েছে আরো বর্ণিল।
এর আগে এনটিভির গানভিত্তিক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের একটি পর্বের সহকারী পরিচালক ছিলেন কাজী মোস্তফা। আরেকটি পর্বে ছিলেন অন্যতম পরিচালক। এ ছাড়া মার্কস অলরাউন্ডার ও বাংলালিংক নেক্সট টিউবার শোও পরিচালনা করেছেন তিনি। তবে এবারই প্রথম কমেডি শো ‘হা-শো’ পরিচালনা করছেন মোস্তফা। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি।
কাজী মোস্তফা জানালেন, আগের মৌসুমগুলোতে অডিশনপর্ব দিয়ে ‘হা-শো’ শুরু হলেও এবার রয়েছে বিশেষ উদ্বোধনপর্ব। অনুষ্ঠানে রয়েছে নানা চমক। দর্শককে নির্মল বিনোদন দিতে রয়েছে নানা উদ্যোগ।
‘টেনশনে টেনশনে অস্থির/ যানজট-ফুটপাত শুধু ভিড়/ মানুষে-মানুষে বাড়ে দ্বন্দ্ব/ জীবনে নেই যে আনন্দ/ একটু হাসতে চাই প্রাণটা ভরে’... পঞ্চম মৌসুমের থিম সং গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। গানের কথায় ফুটে উঠেছে এই শোর লক্ষ্য।
অনুষ্ঠান পরিচালক কাজী মোস্তফা জানালেন, এবারের অনুষ্ঠানের অন্যতম নতুনত্ব শো সঞ্চালনায়। প্রথমবারের মতো এই শো সঞ্চালন করছেন প্রথম মৌসুমের প্রতিযোগী আবু হেনা রনি, যিনি পরবর্তী সময়ে ‘মীরাক্কেল’ বিজয়ী। স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের প্রথম সারির একজন রনি। তাঁর উপস্থাপনায়ও থাকবে নানা চমক।
মোস্তফা আরো জানালেন, প্রথমবার পূর্ণাঙ্গ বিচারক হিসেবে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। দ্বিতীয় মৌসুমে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল। অভিনেতা তুষার খান দ্বিতীয় মৌসুমের বিচারক ছিলেন, পরের দুই মৌসুমে ছিলেন না। এবার বিচারক হিসেবে রয়েছেন তুষার। আর প্রথমবারের মতো এই শোতে বিচারকের দায়িত্ব পালন করছেন বিখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। তাছাড়া বেশ কয়েকজন মীরাক্কেলে অভিজ্ঞ গ্রুমার রয়েছেন এই মৌসুমে।
গতবার চারটি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই শেষে প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছিল। এবার হয়েছে ছয়টি বিভাগ থেকে।
কাজী মোস্তফা বলেন, একটি রিয়েলিটি শোর দর্শকপ্রিয়তা অনেকাংশে নির্ভর করে সঞ্চালকের ওপর। এবারের শোতে রয়েছেন আবু হেনা রনি। দুই বাংলাতেই তাঁর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তা ছাড়া কৌতুকেও নতুনত্ব দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি।
কাজী মোস্তফা আরো বলেন, কোনো দর্শক যদি একবার বসেন, তবে পুরো শো না দেখে উঠতে পারবেন না। এবারের ‘হা-শো’ হবে ফাটাফাটি। এবারের বিভিন্ন পর্বে অতিথি বিচারক হিসেবে ‘হা-শো’র মঞ্চে হাজির হবেন দেশের নামকরা তারকারা।
বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই করে মোট ৪০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘হা-শো’র মূল অনুষ্ঠান। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত ছয়জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে লড়াই করবেন। সেখান থেকে চ্যাম্পিয়ন হবেন একজন।
এনটিভি আয়োজিত ‘হা-শো’ বাংলাদেশের জোকস পারফরম্যান্সভিত্তিক প্রথম রিয়েলিটি শো।