কথায় গানে অনুপম রায়, ঢাকায়!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/24/photo-1448355227.jpg)
সংগীতশিল্পী অনুপম রায় কলকাতায় যেমন জনপ্রিয়, ঠিক তেমনই বাংলাদেশেও রয়েছে তাঁর বিপুল ভক্ত-শ্রোতা। গতকাল সোমবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘দুই বাংলার গান’ সিরিজ কনসার্টে গান গেয়েছেন কলকাতার জনপ্রিয় এই সংগীতশিল্পী। কনসার্টটি আয়োজন করেছে অন্তর শোবিজ। অনুপমের আগে গান গেয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজ ও ন্যান্সি। তাঁদের গান গাওয়ার পরপরই মঞ্চে গান গাইতে ওঠেন অনুপম রায়। তখন প্রায় রাত ১০টা।
‘আমি আজকাল ভালো আছি’ গানটি গাওয়ার মধ্য দিয়ে কনসার্ট শুরু করেন অনুপম। গান গাওয়ার ফাঁকে ফাঁকে ঢাকাবাসীকে স্বাগত জানান তিনি। এরপর ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রের ‘বেঁচে থাকার গান’, ‘চল পাল্টাই’ ছবির ‘বাড়িয়ে দাও তোমার হাত’ গানগুলো গান। কথা বলার ফাঁকে ফাঁকে ‘বসন্ত এসে গেছে’, ‘এখন অনেক রাত’, ‘একবার বল নেই তোর কেউ নেই’, পিকু চলচ্চিত্রের ‘বেজুবা’সহ আরো বেশ কিছু গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন অনুপম। ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রের গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গাওয়ার মধ্য দিয়েই কনসার্ট শেষ করেন তিনি।
এদিকে অনুষ্ঠানটির উপস্থাপক তানিয়া হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘অনুপম এর আগেও ঢাকায় টিভি লাইভ কনসার্ট করেছেন। যেহেতু আমি অনুষ্ঠানটির উপস্থাপক ছিলাম, তাই অনুপমের সঙ্গে আমার পরিচয় নতুন নয়। অনুপমের গানের ভক্ত আমি নিজেও। তাই আবারো অনুপমের গানের কনসার্টের উপস্থাপনা করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।’