তারকার শেষ
বেলী ফুলই পিয়া বিপাশার শেষ দামি উপহার

পিয়া বিপাশা, এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। আজ আমরা জানব প্রিয় এই তারকার জীবনে ঘটে যাওয়া সর্বশেষ উল্লেখযোগ্য কিছু ঘটনা।
শেষ চমক
১৯ জুলাই আমার জন্মদিন। এবারের জন্মদিনে আমি সিঙ্গাপুরে ছিলাম। আমার প্রিয় মানুষ আমাকে সেদিন সিঙ্গাপুরে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। আমি খুব চমকে গিয়েছিলাম। সেই চমকানোর রেশ এখনো আমার কাটেনি।
শেষ দামি উপহার
উপহার তো প্রতিনিয়ত পাই। আমার প্রিয় মানুষ আমাকে প্রতিদিন বেলী ফুল উপহার দেয়। এই উপহারের মূল্য আমার কাছে অনেক বেশি। আর একটা কথা বলি, বেলী আমার প্রিয় ফুল। এই ফুলের ঘ্রাণ আমার প্রতিদিন ভালো লাগে।
শেষ বিদেশ সফর
চলতি বছরে জুলাই মাসে আমি সিঙ্গাপুর আর থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম। আমার সঙ্গে আমার বড় বোন আশা আপু ছিল। আমরা অনেক মজা করেছি। শপিংও করেছি অনেক।
শেষ ভয়
আমি তো প্রতিদিনই ভয় পাই। আমি রাত হলে ভূতের পাই। আমার ছোট ভাই প্রতি রাতেই আমাকে ভূতের ভয় দেখায়। ও বলবে, ‘আপু, ভূত আসছে’! ও এমনভাবে বলে ভয় পাওয়াটাই স্বাভাবিক।
শেষ ফ্লার্ট
আমাকে সবাই অনেক ভয় পায়। অনেকে মনে করে আমি অনেক রাগী। তাই আমার সঙ্গে ফ্লার্ট করার কেউ সাহস পায় না। আর আমি সেই সুযোগও কাউকে দেই না।
শেষ কষ্ট
গত ২১ জুলাই অনেক কষ্ট পেয়েছিলাম। কোনো একটা ঘটনা আমার মেনে নিতে অনেক কষ্ট হয়েছিল। এখনো সেই কষ্ট আছে।
শেষ অভিমান
আমার প্রিয় মানুষের সঙ্গে। এর বেশি কিছু আপাতত বলতে চাই না।