মানিক-মোনাইমের ‘একটা শালিক’

ভারতের খ্যাতিমান কণ্ঠশিল্পী নচিকেতার সঙ্গে দ্বৈত গানের পর শুরু হয়েছে জীবনবাদী কণ্ঠশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের নতুন উদ্যোগ ‘হিডেন ট্যালেন্ট’। এ উদ্যোগে একজন সাংবাদিকের ভূমিকায় থেকেই মানিক সারা দেশ থেকে তরুণ ও প্রতিভাবান শিল্পী খুঁজে বের করে তাঁদের সঙ্গে গান গাইছেন। প্রথম অনুসন্ধান হিসেবে পাওয়া কণ্ঠশিল্পী মোনাইম বিল্লাহর সঙ্গে মানিকের গাওয়া গান নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি মিউজিক্যাল ফিল্ম ‘একটা শালিক’।
‘একটা শালিক’-এর কথা লিখেছেন মাহবুবুর রহমান সজীব। সুর করেছেন মানিক নিজেই। সংগীতায়োজন করেছেন জি এস তুহিন।
আমিরুল মোমেনীন মানিকের গল্পভাবনার ওপর নির্ভর করে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সীমান্ত সজল।
ব্রিটিশ শাসনামলে একজন জমিদারের নিপীড়ন ও অত্যাচারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। জমিদারের পতনের মধ্য দিয়ে শেষ হয় এই গল্প।
একটা শালিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রোবেনা ইসলাম জুঁই ও মুকুল সিরাজ। নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি মুক্তি পাবে এটি।
এ বছর আমিরুল মোমেনীন মানিক নচিকেতাকে সঙ্গে নিয়ে প্রকাশ করেন তাঁর পঞ্চম গানের অ্যালবাম ‘আয় ভোর’। মানিক একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকতা, খবর পাঠ ও টক-শো উপস্থাপনা করেন।