তারকার মজার তথ্য
আমি কখনোই ইলিশ খাই না : মারিয়া নূর

মারিয়া নূর, শুধু সাবলীল উপস্থাপনা ও মডেলিং দিয়েই দর্শকের নয়নমণি হয়ে উঠছেন দিন দিন। তারকা হওয়ার কারণে মারিয়া সম্পর্কে অনেকেই এখন অনেক কিছু জানেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই তারকা কখনোই ইলিশ মাছ খান না। এই তথ্য জানিয়েছেন মারিয়া নিজেই। জন্মের পর যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই নাকি ইলিশ খেতে ভালো লাগে না এই মডেল-কন্যার। এর কারণ নাকি একটাই।
মারিয়া বলেন, ‘আমি খুব অ্যালার্জি ভয় পাই। শুধু অ্যালার্জির ভয়েই আমি ইলিশ খাওয়া বন্ধ করে দিয়েছি। তবে দীর্ঘদিন পর আমি ইলিশ খেয়েছি, সেটা কিছুদিন আগেই।’
হঠাৎ আবার ইলিশ খাওয়ার কারণ কী? উত্তরে মারিয়া বলেন, ‘ঘটনাটা খুলেই বলি। কিছুদিন আগে আমি আর নাবিলা মিলে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল আমাদের। যখন খেতে গেলাম তখন দেখি, ইলিশ মাছ আর ভর্তা ছাড়া ওইখানে কিছুই নেই। তাই বাধ্য হয়ে ইলিশ খেয়েছিলাম সেদিন। তবে ইলিশ খাওয়ার অভিজ্ঞতা দারুণ ছিল। বহুদিন পর ইলিশ খেতে অনেক ভালো লেগেছিল আমার। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি নিয়মিত ইলিশ খাব। এখনো অ্যালার্জির ভয় আমার আছে।’