শুটিং সন্দেশ
পুলিশের চরিত্রে অভিনয় করছেন মারুফ

ছবির নাম ‘মাস্তান পুলিশ’, গত ১১ ডিসেম্বর থেকে মনোয়ার হোসেন ডিপজলের শুটিং বাড়ি দিপু ভিলায় শুরু হয়েছে ছবিটির শুটিং। রকিবুল ইসলাম পরিচালিত এই ছবিতে চিত্রনায়ক মারুফের সঙ্গে অভিনয় করছেন নায়িকা বিন্দিয়া। গতকাল রোববার থেকে শুরু হয়েছে ছবিটির শেষ অ্যাকশন দৃশ্যের শুটিং। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে ছবির দৃশ্যধারণের কাজ।
এ বিষয়ে নায়ক মারুফ এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রোববার থেকে শুরু হয়েছে ছবির লাস্ট ফাইটের শুটিং। আগামীকাল মঙ্গলবার এই দৃশ্যের কাজ শেষ হয়ে যাবে আশা করি। আসলে ছবির শেষ দৃশ্যে একটি মারামারি থাকে যেখানে ছবির অধিকাংশ শিল্পীই উপস্থিত থাকেন। সে জন্যই সব পরিচালকই চান নিজের সুবিধামতো শেষ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে। ছবিতে আমি পুলিশ অফিসারের চরিত্রে কাজ করছি। গল্পে দেখা যাবে আমাকে বরখাস্ত করা হয়। অপরাধী হিসেবে আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আদালতে আমার স্ত্রী ছবির নায়িকা বিন্দিয়া উকিল হিসেবে আমাকে নির্দোষ প্রমাণ করে। কিন্তু মুক্তি পাওয়ার পর মূল অপরাধী মিজু আহমেদ আমাকে আটকে রাখে। এখন আমরা সেই দৃশ্যেরই শুটিং করছি।’
ছবির চিত্রনাট্য নিয়ে কাজী হায়াতের ছেলে এবং ছবির নায়ক মারুফ বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যে কারণে ধ্বংস হচ্ছে তার অন্যতম কারণ চিত্রনাট্য। আমার মনে হয় আব্বার মতো যাদের ওপর দর্শকদের ভরসা আছে তাদের আরো বেশি চিত্রনাট্য লেখা উচিত অন্য পরিচালকদের জন্য। তাহলে আমাদের মৌলিক কিছু ছবি নির্মাণ হবে বছর শেষে। এই ছবিতে আমার কাজ করতে সহজ মনে হচ্ছে কারণ আব্বার লেখা গল্পে আমি এর আগেও অনেকবার কাজ করেছি। তা ছাড়া সাধারণ মানুষের চরিত্রে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে।’
এই প্রথমবারের মতো পরিচালক কাজী হায়াৎ নিজের ছবির বাইরে অন্য কোনো পরিচালকের জন্য চিত্রনাট্য লিখেছেন। বিষয়টি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক রকিব। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই ছবি নির্মাণ করছি। দর্শকরা জানেন আমি কী ধরনের ছবি বানাই। তবে আমি এই ছবিটা নিয়ে আরো বেশি আশাবাদী, কারণ এই ছবির চিত্রনাট্য করেছেন পরিচালক কাজী হায়াৎ। তিনি সব সময়ই দেশের সমসাময়িক বিষয়গুলো চলচ্চিত্রে তুলে আনেন। এই ছবির গল্পেও এ ধরনের চমক থাকবে। আমি চেষ্টা করেছি গল্পটা নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আশাও করতে পারি এই চলচ্চিত্রের মাধ্যমে।’
‘মাস্তান পুলিশ’ ছবিতে ছয়টি গান রয়েছে। এর মধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত ৪ আগস্ট। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও নাওমী। সব গানের কম্পোজিশন করবেন ইমন সাহা ও শওকত আলী ইমন। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল।