২০১৫
হলিউড-বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকের তারকারা

ছবির ব্যবসা অনেক সময় নির্ভর করে কোন অভিনেতা বা অভিনেত্রী কোন চরিত্রে অভিনয় করছেন সেটার ওপর। কিছু কিছু চরিত্র আছে যা নির্দিষ্ট অভিনেতার জন্য বরাদ্দই রাখা হয়। যেমন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের ডমিনিক টরেটো করেন ভিন ডিজেল। মিশন ইম্পসিবলের এজেন্ট ইথান হান্টের চরিত্র করেন টম ক্রুজ। যদিও এর বাইরে অনেক চরিত্রে অভিনয় করেছেন তারা। মোদ্দা কথা অভিনেতাদের ওপর ছবির সাফল্য অনেকাংশেই নির্ভর করে। আর সাফল্যের সঙ্গে সঙ্গে পকেট ভারী হয় অভিনেতাদের। এ বছরে হলিউড-বলিউড মিলিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। সেই তালিকার প্রথম ১০ জনের আয়ের হিসাব দেখে নিন।
১. রবার্ট ডাউনি জুনিয়র
টানা তিনবার ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবার্ট ডাউনি জুনিয়র। ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’-এর মতো ছবি দিয়ে এ বছরও নিজের অবস্থান অক্ষুণ্ণ রাখলেন এই অভিনেতা। এ বছর ডাউনি জুনিয়র পারিশ্রমিক নিয়েছেন আট কোটি মার্কিন ডলার। আর তার এই আয়ের সিংহভাগ এসেছে ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ ছবি থেকে। বক্স অফিসে ছবিটি আয় করেছে ১৪০ কোটি মার্কিন ডলার।
২. জ্যাকি চ্যান
‘ড্রাগন ব্লেড’ ছবি দিয়েই মাত করেছেন জ্যাকি চ্যান। চীনে ছবিটি আয় করেছে ১২ কোটি মার্কিন ডলার। এর বাইরে অ্যানিমেটেড ছবি ‘কুংফু পান্ডা ৩’ -এ কণ্ঠ দিয়েছেন জ্যাকি। ছবিটি আগামী ৩ জানুয়ারি মুক্তি পাবে। সব মিলিয়ে তিনি আয় করেছেন পাঁচ কোটি মার্কিন ডলার।
৩. ভিন ডিজেল
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এর ডমিনিক টরেটোর চরিত্রে অভিনয় করেই বছর পার করে দিয়েছেন অভিনেতা ভিন ডিজেল। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ১৫০ কোটি মার্কিন ডলার। আর ভিন ডিজেলের পারিশ্রমিক চার কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
৪. ব্র্যাডলি কুপার
এই বছরে তিনটি ছবি করেছেন তিনি- ‘আলোহা’, ‘জয়’ ও ‘বার্ন্ট’। আর সব মিলিয়ে পারিশ্রমিক পেয়েছেন চার কোটি ১৫ লাখ মার্কিন ডলার।
৫. অ্যাডাম স্যান্ডলার
কমেডি ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান অ্যাডাম স্যান্ডলার। তবে সিনেমা হল থেকে ক্রমেই সরে যাচ্ছেন তিনি। জায়গা করে নিচ্ছেন ডিভিডি এবং অনলাইন স্ট্রিমিংয়ের বাজারে। এ বছর তার ‘পিক্সেলস’ ছবিটি মুক্তি পেয়েছে। সায়েন্সফিকশন এবং কমেডি ঘরানার এই ছবিটির বদৌলতে অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পরপর চারটি ছবি বানাবেন তিনি নেটফ্লিক্সের জন্য। সব মিলিয়ে তাঁর আয় চার কোটি ১০ লাখ মার্কিন ডলার।
৬. টম ক্রুজ
টম ক্রুজের হাতে রয়েছে অব্যর্থ অস্ত্র, মিশন ইম্পসিবল সিরিজ। এ বছর বেরিয়েছে এই সিরিজের ছবি ‘মিশন ইম্পসিবল : রৌজ ন্যাশন’ ছবিটি। এজেন্ট ইথান হান্টের ভূমিকায় অভিনয় করা টম ক্রুজের বার্ষিক আয় চার কোটি মার্কিন ডলার।
৭. অমিতাভ বচ্চন
বুড়ো হলেও অভিনয়ের জোর কিংবা জনপ্রিয়তা একটুও কমেনি বলিউডের ‘বিগ বি’ বচ্চন সাহেবের। ৫০ বছরের ক্যারিয়ারে দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তার আয় আবার শুধু ছবি থেকে নয় বিজ্ঞাপন, রিয়েলিটি টিভি শো থেকেও আসে। সব মিলিয়ে তাঁর আয় চার কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।
৮. সালমান খান
অনেক ঝড় ঝাপ্টা পেরিয়েও বক্স অফিসে সফল সালমান খান। ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দিয়ে শুরু। এখন পর্যন্ত ছবি করেছেন ৮০টির মতো। এ বছর মুক্তি পেয়েছে তাঁর ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধান পায়ো’ ছবি দুটি। বক্স অফিসে সাফল্য পেয়েছে দুটি ছবিই। সালমানের বার্ষিক পারিশ্রমিক তিন কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।
৯. অক্ষয় কুমার
১৯৯২ সালে ‘খিলাড়ি’ ছবির মাধ্যমে বলিউড মাত করেন অক্ষয় কুমার। এখন পর্যন্ত ছবি করেছেন দেড়শোর মতো। তাঁর সমসাময়িক সব অভিনেতার চেয়ে বছরে বেশি ছবি করেন তিনি। বছরে গড়ে চারটি ছবি করেন অক্ষয়। এ বছর টিভি রিয়েলিটি শো ‘ডেয়ার টু ড্যান্স’ উপস্থাপনা করেছেন। এ ছাড়া বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছেন। এ বছর মুক্তি পেয়েছে তাঁর চারটি ছবি। ‘ব্রাদার্স’, ‘বেবি’, ‘সিং ইজ ব্লিং’, ‘হেরা ফেরি ৩’ এবং ‘গাব্বার ইজ ব্যাক’। পারিশ্রমিক পেয়েছেন তিন কোটি ২৫ লাখ মার্কিন ডলার।
১০. মার্ক ওয়েলবার্গ
কমেডি ছবি ‘টেড ২’-তে অভিনয় করেছেন এ বছর। এই ছবিটি ২০১২ সালের ‘টেড’ ছবির সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে। ১৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেছে ছবিটি। আর ওয়েলবার্গের আয় তিন কোটি ২০ লাখ মার্কিন ডলার।