এ বছর প্রথম সন্তানের মুখ দেখেছেন যে তারকারা!

এ বছরে বিভিন্ন অঙ্গনের তারকারা প্রথম সন্তানের মুখ দেখেছেন। তারকাদের কেউ বাবা হয়েছেন, কেউ মা। এ বছর প্রথম সন্তানের মুখ দেখেছেন মডেল-অভিনেত্রী সারিকা করিম, ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনয়শিল্পী রিয়াজ-তিনা দম্পতি ও সংগীতশিল্পী সন্ধি।
তবে তাঁদের সবার মধ্যেই একটা মিল রয়েছে। কাকতালীয়ভাবে তাঁদের সবারই প্রথম সন্তান মেয়ে। বলা যায়, বছরটা রাজকন্যাদের বছর। চলুন, দেখে নিই ২০১৫ সালে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন কারা।
সারিকা করিম-মাহিম করিম
মডেল-অভিনেত্রী সারিকা করিম মা হয়েছেন গত ৪ মে। মেয়ের নাম রেখেছেন সারিকা শাহরিশ আন্নাহ করিম। মা হওয়ার পর সারিকা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আজ ১২টা ১০ মিনিটে আমরা একটি মেয়েশিশু পেয়েছি।…আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় উপহার।…আলহামদুলিল্লাহ…। আমাদের নবজাতকের জন্য দোয়া করবেন।’
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সারিকা অভিনেত্রী হিসেবেও জনপ্রিয় হয়েছিলেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় এই মডেল-অভিনেত্রী হঠাৎ করে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন গেল বছরের ১২ আগস্ট। বিয়ের আগে মাহিম করিমের সঙ্গে সাত বছরের বন্ধুত্ব ছিল সারিকার।
সাকিব আল হাসান-উম্মে আহমেদ শিশির
ক্রিকেটার সাকিব আল হাসান ও মডেল উম্মে আহমেদ শিশির দম্পতি প্রথম মা-বাবা হয়েছেন গত ৯ নভেম্বর। বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শিশির। এদিকে, প্রথম সন্তানের মুখ দেখতে খেলা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত জুলাই মাসে অনাগত সন্তানের কথা ভক্তদের জানিয়েছিলেন সাকিব। আর গত আগস্ট মাসে নিজের পরিবারের কাছে থাকার জন্য যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন শিশির। যুক্তরাষ্ট্রেই জন্ম নেয় শাকিব-শিশিরের রাজকন্যা।
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক-মুশফিকা তিনা
চিত্রনায়ক রিয়াজ ও মডেল তিনা দম্পতি মা-বাবা হয়েছিলেন গত ৩০ মে। রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা। ২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন রিয়াজ ও তিনা। বিয়ের দীর্ঘ আট বছর পর তাঁদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান। তাঁরা মেয়ের নাম রেখেছেন আমেরা। এদিকে, প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে এনটিভি অনলাইনকে রিয়াজ বলেছিলেন, ‘বাবা হওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে শুকরিয়া যে সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। আমার স্ত্রী-সন্তানের জন্য সবাই দোয়া করবেন। যেন সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে।’
খায়েম সানু সন্ধি- ঊর্মি নূর বিনতে গিয়াস
সংগীতশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক সন্ধি প্রথম সন্তানের বাবা হয়েছেন গত ১৭ ডিসেম্বর। রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্ধির স্ত্রী ঊর্মির অস্ত্রোপচার করেন চিকিৎসক নাসিমা শাহীন। এই দম্পতি মেয়ের নাম রেখেছেন সংস্কৃতি সানু। কন্যাসন্তান জন্মের পর ফেসবুকে সন্ধি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ...!! 17th December, বৃহস্পতিবার, সন্ধ্যা ৫.৩১...।’ এদিকে একমাত্র ভাইয়ের প্রথম সন্তানের আগমনে বেশ উচ্ছ্বসিত ছিলেন সংগীতশিল্পী স্বাগতা ও সভ্যতা।