গানে গানে সমুদ্রসৈকতে বর্ণিল উৎসব

কক্সবাজার সমুদ্রসৈকতে আজ থেকে শুরু হয়েছে ‘বিচ কার্নিভাল’ উৎসব। এ উৎসব চলবে ২ জানুয়ারি পর্যন্ত। ইংরেজি নববর্ষ বরণ করতেই এ আয়োজন করা হয়েছে। ‘বিচ কার্নিভাল’ উৎসবে গান গাইবেন দেশসেরা শিল্পীরা। সংগীতশিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, মাকসুদ ও ঢাকা, জলের গান, ভাইকিংস, মিলা, রেডিও অ্যাকটিভ, চিরকুট, কিরণ চন্দ্র রায়, শফি মণ্ডল, আঁখি আলমগীর, ঝিলিকসহ গাইবেন অনেকেই। তিন দিনের এ অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস, পারিহা লিমা, তানিশা ও ইভান সাইর। এদিকে উৎসবে কনসার্ট ছাড়াও ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলারও আয়োজন করা হয়েছে।
‘বিচ কার্নিভাল’ উৎসবের উপস্থাপক ইভান সাইর এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করছি। উপস্থাপনা করার পাশাপাশি অনুষ্ঠানটি উপভোগও করছি আমি। দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
এদিকে ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ ঘোষণা করেছে। এ উপলক্ষ্যেই এই ‘বিচ কার্নিভাল’ উৎসবের আয়োজন করেছে যৌথভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, কক্সবাজার জেলা প্রশাসক। ‘বিচ কার্নিভাল’ উৎসবের মিডিয়া পার্টনার এনটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।