‘বিচ কার্নিভাল’ উৎসবের বর্ণিল সমাপ্তি

কক্সবাজার সমুদ্রসৈকতে গত ৩১ ডিসেম্বর থেকে শুরু হয় ‘বিচ কার্নিভাল’ উৎসব। টানা তিনদিন ধরে এ উৎসব চলে। ইংরেজি নববর্ষ বরণ করতেই এ আয়োজন করা হয়। আজ শনিবার ছিল উৎসবের শেষ দিন।
তিনদিনের এ উৎসবে গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, রেডিও অ্যাকটিভ, চিরকুট, কিরণ চন্দ্র রায়, শফি মণ্ডল, আঁখি আলমগীর, ঝিলিকসহ অনেকেই। উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করেছেন মিলা, জলের গান, নিশীতা, রাজীব প্রমুখ। এ ছাড়া কয়েকটি সাংস্কৃতিক গোষ্ঠী নৃত্য পরিবেশন করেছে। উৎসবে কনসার্ট, নাচ ছাড়াও ক্রিকেট, ফুটবল আর ভলিবল খেলারও আয়োজন করা হয়।
২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ ঘোষণা করেছে। দেশের পর্যটনশিল্পকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ‘বিচ কার্নিভাল’ উৎসব যৌথভাবে আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, কক্সবাজার জেলা প্রশাসক।
এই উৎসব সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। এর তত্ত্বাবধানে ছিলেন এনটিভির প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোস্তফা। তিনদিনের এ অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস, পারিহা লিমা, তানিশা ও ইভান সাইর।