ভূমিকম্প নিয়ে ফেসবুকে তারকাদের প্রতিক্রিয়া

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কিত অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন, অনেকে আবার স্ট্যাটাসও দেন ফেসবুকে। প্রাকৃতিক এ ঘটনায় আতঙ্কিত হয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। ভূমিকম্প শেষ হওয়ার পরপর ভোরবেলাতেই তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এনটিভি অনলাইনের পাঠকের জন্য তারকাদের বাছাই করা কিছু ফেসবুক স্ট্যাটাস দেওয়া হলো।
সুজানা জাফর (অভিনেত্রী ও মডেল) : ভূমিকম্প! দয়া করে আল্লাহ আমাদের রক্ষা করো, আমিন।
সোহানা সাবা (মডেল ও অভিনেত্রী) : ভূমিকম্প!
বিদ্যা সিনহা মিম (অভিনেত্রী ও মডেল) : ভূমিকম্প ৬ দশমিক ৮। মনে হয়েছিল মরেই যাচ্ছিলাম।
লামিয়া মিমো (অভিনেত্রী ও মডেল) : ছয়তলায় উঠতে মন চায় না...।
রুনা খান (অভিনেত্রী ও মডেল) : ভূমিকম্পের অভিজ্ঞতা আমার যে কী ভয়ংকর, তা আমিই জানি। ওই ভয় আমি আর পেতে চাই না। আল্লাহ...প্লিজ...।
আজমেরী আশা (অভিনেত্রী) : ভূমিকম্প! আজকেই এমন হওয়ার ছিল???
আশনা হাবিব ভাবনা (অভিনেত্রী) : বিশ্বাসই হচ্ছে না, প্রথমবারের মতো এত বড় ভূমিকম্প অনুভব করলাম। আশা করছি, সবাই ভালো আছেন। আল্লাহ আমাদের মাফ করবেন।