বিয়ের পর সবার কাছে ক্ষমা চাইলেন নিলয়

চার বছরের প্রেম, এরপর বিয়ে। দুজনই বাংলাদেশের জনপ্রিয় তারকা। অনেকটা গোপনেই নিজেদের শুভ কাজটা সেরেছেন তাঁরা। বলা হচ্ছে নিলয় আলমগীর ও আনিকা কবীর শখের কথা। গত বৃহস্পতিবার ঘরোয়াভাবে তাঁদের বিয়ে হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। কিন্তু বিয়ের দুদিন পরই ক্ষমা চেয়েছেন নিলয়।
ক্ষমা চাওয়ার কারণ কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলা। নিলয় আজ শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সরি, না জানিয়ে হুট করে বিয়ে করার জন্য। তারপরও যাঁরা রাগ ভুলে মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদেরে অনেক ধন্যবাদ। যাঁরা এখনো রাগ করে আছেন, তাঁদেরকে আবারও সরি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের, এত সুন্দর করে নিউজ করার জন্য। নতুন দম্পতির জন্য দোয়া করবেন সবাই।’
এদিকে বিয়ে করার পর থেকেই টেলিফোনে পাওয়া যাচ্ছে না শখ ও নিলয়কে। বিয়ের খবর শখই প্রথম সবাইকে জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে গতকাল শুক্রবার। নিজের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বদলে নিলয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানান তিনি। এদিকে ফেসবুকে আজ শনিবার শখ কোনো স্ট্যাটাস না দিলেও বিয়ের ছবি আপলোড করেছেন।